promotional_ad

আম্পায়ার্স কল নিয়ে অভিযোগ নেই, আক্ষেপ আছে বাবরের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতল ১০ ওভারে

১৭ ঘন্টা আগে
রিভার্স সুইপ খেলছেন আঘা সালমান

সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত ১ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। অবশ্য প্রোটিয়াদের জয়ে ভাগ্যেরও সহায়তা আছে। ৪৬তম ওভারে হারিস রউফের বল প্যাডে লেগেছিল তাবরাইজ শামসির। পাকিস্তান দলের ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার।


এরপর রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় রউফের ইন সুইং বল ইম্পেক্ট ও হিটিং ছিল লেগ স্টাম্প বরাবর। যদি আম্পায়ার আউট দিতেন তাহলে ফিরে যেতে হত শামসিকে। কিন্তু এ ক্ষেত্রে আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান এই প্রোটিয়া ব্যাটার।



promotional_ad

ম্যাচ শেষে আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে জানতে চাওয়া হয়েছিল বাবরের কাছে। তবে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। বাবর বলেন, ‘ডিআরএস খেলারই অংশ। তবে ওটা যদি (আম্পায়ার) আউট দিতেন, সেটা আমাদের পক্ষে যেত। আম্পায়ার্স কল যেটা হয়ে গিয়েছে, সেটা খেলারই অংশ।’


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

যদিও কিছুটা আক্ষেপ ঠিকই আছে বাবরের। তিনি মনে করেন এই সিদ্ধান্তটি পক্ষে গেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। এরপর পাকিস্তানের পেসার ও স্পিনাররা অনেক চেষ্টা করলেও শামসি ও কেশভ  মহারাজের উইকেট ফেলতে পারেননি।


আক্ষেপ নিয়ে বাবর বলেছেন, ‘(জয়ের) খুবই কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি। পুরো দলই হতাশ। আমরা লড়াই করে ম্যাচে ফিরেছি। কিন্তু ১০–১৫ রান কম হয়ে গিয়েছে। এর পর ফাস্ট বোলার ও স্পিনাররা লড়াইয়ে ফিরিয়ে আনলেও দুর্ভাগ্যজনক ভাবে ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’



এবারের বিশ্বকাপে পাকিস্তানের সময়টা ভালো যাচ্ছে না। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু পেলেও টানা চার হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাবরদের। শেষ তিন ম্যাচের তিনটিতেই জেতার লক্ষ্য বাবরের। তিনি বলেছেন, ‘শেষ তিন ম্যাচে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব। এর পর দেখা যাবে কী দাঁড়ায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball