promotional_ad

দেশে ফেরায় সাকিবের সমালোচনায় শেন বন্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাত পারফর্ম করতে পারছিলেন না সাকিব আল হাসান। ৪ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান। ভারতের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারেননি পায়ের পেশির চোটের কারণে। ব্যাট হাতে ফর্মে ফিরতে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরে এসেছিলেন সাকিব।


এসে ছোটোবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে নিবিড় অনুশীলনে সময় কাটিয়েছেন তিনি। যদিও বিশ্বকাপের মাঝ পথে দেশে ফেরায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। মিরপুর স্টেডিয়ামের ইনডোর থেকে বেরিয়ে যাওয়ার পথে তাকে দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে।



promotional_ad

অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগেই তিনি ভারতের ফিরে গেছেন। এমনকি দলের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে এখানেই সমালোচনা থেমে নেই। সাকিব হুট করে দেশে ফেরায় অবাক হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড।


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

৬ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

তিনি এর কোনো মানে খুঁজে পাচ্ছেন না। বিশ্বকাপের মাঝ পথে অধিনায়কের দলের বাইরে চলে যাওয়া ভালো কিছু নয় বলেও মন্তব্য করেছেন বন্ড। এমনটা হলে কোচকে ক্যাম্পে এনে ব্যাটিং নিয়ে সাকিব কাজ করতে পারতেন বলে মত বন্ডের।


ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে সাবেক এই কিউই পেসার বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়। দল এখনো অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে—কীভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে দেশে যাওয়ার কোনো মানে হয় না। আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে আসবেন না?’



অবশ্য সাকিব টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই দেশে ফিরেছিলেন। ক্রিকেটীয় কারণে দেশে ফেরায় দলের কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছিলেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি সাকিবের হয়ে সাফাই গেয়েছিলেন।


তাসকিন বলেছিলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। তিনি ক্রিকেটীয় কারণেই গিয়েছিলেন, অন্য কিছু নয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball