promotional_ad

ভারত সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ম্যাথু ওয়েড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি

৬ ঘন্টা আগে
বিরাট কোহলি

বিশ্বকাপের পরই ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মাঝ পথেই সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দল ঘোষণায় এবার চমক দেখিয়েছে তারা। 


আসন্ন এই সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার ম্যাথু ওয়েড। মূল দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শ।


বিশ্বকাপের পরই তারা দেশে ফিরে যাবেন বলে জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। তারা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করবেন বলে জানা গেছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াবে।



promotional_ad

অবশ্য ভারতের বিপক্ষ টি-টোয়েন্টি সিরিজে খেলবেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের মতো তারকারা। টি-টোয়েন্টি দলের বাইরে থাকা ক্রিকেটাররা শেফিল শিল্ডের শেষ রাউন্ডের ম্যাচে মাঠে নামতে পারেন। এই টুর্নামেন্টের শেষ রাউন্ড শুরু হবে ২৮ নভেম্বর থেকে। 


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৫ মার্চ ২৫
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

ওয়েড এর আগে ৭ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ চোটে পড়লে শেষবার দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ হয়েছিল তার। এবার ভারত সিরিজে আবারও সেই সুযোগ পাচ্ছেন ওয়েড।


সর্বশেষ সাউথ আফ্রিকা সফরে দলে ছিলেন না ওয়েড। সেই সিরিজে তরুণ বেশ কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছিল। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর। সিরিজের পরবর্তী দুই ম্যাচ হবে ২৬ ও ২৮। ১ ও ৩ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি দিয়ে শেষ হয়ে অস্ট্রেলিয়ার ভারত সফর।


অস্ট্রেলিয়া স্কোয়াড-



ম্যাথু ওয়েড (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, জস ইংলিস, জেসন বেহরেনড্রফ, শেন অ্যাবট, ন্যাথান এলিস, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা ও তানভীর সাঙ্গা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball