promotional_ad

বাংলাদেশ চাপে থাকবে, নেদারল্যান্ডসের হারানোর কিছু নেই: আকরাম

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

৬ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ৫টিতে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগাররা। এরই মধ্যে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে বিশ্বকাপে চমক দেখিয়েছে ডাচরা।


ফলে বাংলাদেশের বিপক্ষে তাদের হারানোর কিছুই নেই বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান। ফলে এই ম্যাচে বাংলাদেশ দলই বাড়তি চাপে থাকবে বলে ধারণা সাবেক এই ক্রিকেটারের। যদিও বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।



promotional_ad

বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ দেখতে কলকাতায় যাওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেছেন আকরাম। বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে খেলেছে সেভাবে খেললে ম্যাচ জেতা যাবে না বলেও সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক।


আকরাম বলেন, 'চাপে অবশ্যই বাংলাদেশ থাকবে। নেদারল্যান্ডসের আসলে হারানোর কিছু নেই। বাংলাদেশ যদি হারে থাকলে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। চাপে থাকবে কিন্তু বাংলাদেশ এর চেয়ে বেশি চাপ নিয়ে খেলে ভালো পারফরম্যান্স করেছে। তাই প্রত্যেককে দায়িত্ব নিতে হবে।'


দলের সবাইকে দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, 'শুধু সিনিয়র প্লেয়ারদের ওপর দায়িত্ব দিয়ে দিলে হবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে খেলেছি এভাবে খেললে ম্যাচ জিততে পারবেন না। ম্যাচ খেলার শারীরিক ভাষা কিন্তু অন্য ধরনের। শুরু থেকেই আপনাকে ইতিবাচক থাকতে হবে এবং ভালো পারফরম্যান্স করতে হবে।'



শুধু আকরামই নয়। বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ দেখতে বিসিবির আরও বেশ কয়েকজন কর্মকর্তা ভারতে গিয়েছেন শুক্রবার। মূলত বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করতেই তারা ভারতে যাচ্ছেন বলে জানালেন আকরাম।


তার ভাষ্য, 'এই বাজে অবস্থায় আমরা যাচ্ছি ইনশাল্লাহ ওদের সবার সঙ্গে আমাদের দেখা হবে। দোয়া করছি সেই সঙ্গে আমরা সহযোগীতার চেষ্টা করছি। ভালো সময়ে বাংলাদেশ দলের সঙ্গে ছিলাম। খারাপ সময়েও বাংলাদেশ দলের সঙ্গে থাকব। আমাদের দায়িত্ব যে যেভাবেই হোক ভালো পারফরম্যান্স করার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball