কুকের কাছ থেকে পরামর্শ নিয়ে বাংলাদেশ বধের পরিকল্পনা নেদারল্যান্ডসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
৬ ঘন্টা আগে
শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডসের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। তবে এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বাংলাদেশের জয় একটিতে। ফলে এই ম্যাচে দুই দলের কাউকেই এগিয়ে রাখার সুযোগ নেই। বিশ্বকাপে নেদারল্যান্ডস দলের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক।
তার কাছ থেকেই বাংলাদেশের বিষয়ে খুঁটিনাটি জেনে নিতে চাইবে ডাচরা। যদিও এটাকেই নিজেদের শক্তির জায়গা হিসেবে মর্যাদা দিতে নারাজ দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে কুকের থাকাটাকে বাড়তি সুবিধা হিসেবেই দেখছেন এই অভিজ্ঞ ডাচ ক্রিকেটার।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কুক দলের সঙ্গে থাকাটা অবশ্যই আমাদের জন্য খুব ভালো ব্যাপার। বিশেষ করে তিনি যেহেতু অনেক দিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি খেলোয়াড়কেই তিনি কাছ থেকে দেখেছেন। এমনকি ব্যক্তিগতভাবেও খেলোয়াড়দের নিয়ে কাজ করেছেন। তাদের সম্পর্কে তিনি খুব ভালো জানেন। তিনিও সেই অভিজ্ঞতাটা স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।’
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে সাউথ আফ্রিকা। এই প্রোটিয়াদের হারিয়েই বিস্ময়য়ের জন্ম দিয়েছিল ডাচরা। বাংলাদেশের বিপক্ষে জয় পেতেও নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিতে হবে বলে মনে করেন ডাচ অধিনায়ক। তাই কুকের পরামর্শ নিয়ে নিজেদের সেরাটাই খেলতে চায় দলটি।
এডওয়ার্ডস বলেন, ‘রায়ান কুকের উপস্থিতিটাকে আমি অবশ্য দলের জন্য খুব বড় শক্তি মনে করি না। কারণ, তিনি বাংলাদেশ দল ছেড়ে দেওয়ার পর নতুন বেশ কিছু খেলোয়াড় ওদের দলে এসেছে। আমরা তাঁর কাছ থেকে পরামর্শ নিয়ে সে অনুযায়ী খেলতে চাই। কিন্তু সবচেয়ে বড় কথা, এ জন্য আমাদের সামর্থ্যের পুরোটা ঢেলে দিতে হবে।’
ভারতের কন্ডিশনে স্পিনাররা বেশ ভালো সুবিধা পাচ্ছেন। বিশেষ করে অ্যাডাম জাম্পা, মিচেল স্যান্টনাররা প্রায় প্রতি ম্যাচেই পার্থক্য গড়ে দিচ্ছেন। তেমনি নেদারল্যান্ডসও পাওয়ার প্লেতে স্পিনার ব্যবহার করে সফল হয়েছে। বিশেষ করে সাউথ আফ্রিকার বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষেও এই পরিকল্পনাতেই হাঁটবেন কিনা এমন প্রশ্নের জবাবে এডওয়ার্ডস বলেছেন, ‘প্রশ্নটা ভালো। আমরা কীভাবে কী করব। আমরা আগে ইডেনের উইকেট দেখব। এরপর সিদ্ধান্ত নিব। বাংলাদেশের ব্যাটসম্যানদের শক্তি–দুর্বলতা নিয়ে কাজ করব। এরপর বুঝব, তাদের বিপক্ষে ম্যাচ আপটা কী হবে। আমি মনে করি, কিছু জিনিস গোপন থাকাই ভালো।’