promotional_ad

শ্রীলঙ্কাকে ছোটো করে দেখার ফল পেয়েছে ইংল্যান্ড!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৫ মার্চ ২৫
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

আফগানিস্তানের বিপক্ষে হেরে এবারের বিশ্বকাপে বিস্ময়য়ের জন্ম দিয়েছিল ইংল্যান্ড। তারা এবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। ৫ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে তারা। ছোটোদলগুলোকে ইংল্যান্ড মূল্যায়ন না করাতেই এবারের বিশ্বকাপে ভুগতে হচ্ছে বলে মনে করেন অনেকে।


লঙ্কান স্পিনার মাহিশ থিকশানাও ইংল্যান্ডের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও পুরোটাই তার ভাবনার কথা বলে স্বীকার করেছেন তিনি। এবারের বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কারও। তারা এর আগে জয় পেয়েছে কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে।



promotional_ad

তাই তাদের ইংল্যান্ড হালকাভাবে নিয়েছিল বলে মত থিকশানার। তিনি বলেন, 'আমার মনে হয়, আমাদের দলকে তারা ছোট করে দেখেছিল। কারণ আমরাও তিন ম্যাচ হেরেছিলাম এবং শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছিলাম। আমার মতে, তারা আমাদের সেভাবে মূল্যায়ন করেনি। এজন্যই ফল আমাদের পক্ষে এসেছে। আমরা নিজেদের শক্তির ওপর জোর দিয়েছি, সহজ পরিকল্পনায় এগিয়েছি। তাই আমরা জিতেছি।'


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

সাউথ আফ্রিকার বিপক্ষে বড় হারের পর। পাকিস্তানের বিপক্ষে ৩৪৪ রান করেও জিততে পারেনি লঙ্কানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের হারে পয়েন্ট টেবিলের তলানিতে পৌঁছে গিয়েছিল দলটি। যদিও এরপর নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়ে আবারও ঘুরে দাঁড়ায় দলটি।


প্রথম ৪ ম্যাচের হারের জন্য বোলারদেরকেই দায়ী করেছেন থিকশানা। নিজেদের দুর্ভলতা নিয়ে কাজ করেই সফলতা এসেছে বলে মন্তব্য করেছেন এই স্পিনার। নিয়ন্ত্রিত বোলিংয়ের অনুশীলনই তাদের ভাগ্য বদলে দিয়েছে বলে মত এই লঙ্কান তারকার।



এ প্রসঙ্গে থিকশানা বলেন, 'প্রথম চার ম্যাচে আমরা মাঝের ওভারে ভালো বোলিং করিনি। আমার মতে, বোলিংয়ের কারণে আমরা তিনটি ম্যাচ হেরেছি। তাই আরও নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য আমরা কিছু অনুশীলন সেশন করেছি। ফাস্ট বোলাররা কঠোর পরিশ্রম করেছে। তাই তারা জানত, এই ম্যাচে তাদের কী করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball