promotional_ad

চোট ‘ম্যানেজ’ করেই মাঠে ফিরতে চান তাসকিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ কিছুদিন ধরেই কাঁধের চোটে ভুগছেন তাসকিন আহমেদ। এ কারণে ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি তিনি। তাসকিনের চোট গুরুতর না হলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এ কারণেই তাকে বিশ্রামে রাখা হয়েছিল।


শনিবার বাংলাদেশ নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। সেখানে তিনি আবারও মাঠে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছেন। এখন ভালো বোধ করছেন বলেও জানালেন এই পেসার।



promotional_ad

তাসকিন বলেন, ‘কাঁধে চোট প্রথম পেয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, প্রায় দুই বছর আগে। অনেক আগে থেকেই টেন্ডনে একটু টিয়ার (ছেঁড়া) আছে। এটা ম্যানেজ করেই সব সময় খেলেছি। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপ এই ব্যথা নিয়েই খেলেছি। হঠাৎ ব্যথাটা বেড়ে গিয়েছিল। ম্যানেজমেন্ট, ডাক্তার, ফিজিও পরে এমআরআই করে দেখে, ভেতরে একটু ফুলে গিয়েছিল। এর জন্য কয়েকটা দিন বিশ্রামে নিয়ে এখন ভালো বোধ করছি। মনে হচ্ছে, ভালো অবস্থাতেই আছি। খেললে আরও বোঝা যাবে, কী অবস্থা হয়।’


তাসকিনই জানিয়েছেন প্রায় এই দুইবছর আগে পাওয়া এই চোটের কারণে এশিয়া কাপেও ভুগতে হয়েছে এই পেসারকে। ব্যথা নিয়েই তাকে লম্বা সময় ধরে খেলতে হয়েছে। তাসকিনের কাছে প্রশ্ন ছিল ব্যথা নিয়ে খেলেও শতভাগ দেয়া সম্ভব কিনা। তাসকিন অবশ্য এই ব্যাপারে ইতিবাচক উত্তর দিয়েছেন।


তিনি বলেছেন, ‘আমাকে যখন ইংল্যান্ডে পাঠানো হয়েছিল, ডাক্তার বলেছিল, ঠিক হবে কি না এর কোনো গ্যারান্টি নেই। সময়ও লাগবে বছরখানেক। সে আরেকটা বিকল্প দিয়েছিল, পুনর্বাসন। পরে দেড় মাসের পুনর্বাসন শেষে আল্লাহর রহমতে এখন পর্যন্ত খেললাম। এখন একটু ব্যথাটা বেড়ে গেছে।’



বিশ্বকাপের পরই অস্ত্রোপচার করানোর ইঙ্গিত দিয়ে তাসকিন বলেছেন, ‘বিশ্বকাপের পর কাঁধবিশেষজ্ঞ দেখিয়ে আবার পুনর্বাসন প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা হয়তো বোর্ড করবে। অস্ত্রোপচার শেষ অপশন। আমিও চাই ম্যানেজ করে যত দূর খেলা যায়। ব্যথাটা বেড়ে গেলে শতভাগ দিতে কষ্ট হয়। তবে ফাস্ট বোলারদের সবারই ছোটখাটো চোট থাকে। দোয়া করবেন, যেন কাঁধ পুরোপুরি ঠিক হয়ে যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball