promotional_ad

তবুও অধিনায়ক হিসেবে নিজেকেই যোগ্য মনে করছেন বাটলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন

১২ মার্চ ২৫
জস বাটলার ও সাঞ্জু স্যামসন

ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই জস বাটলার। দল হিসেবেও ভালো করতে পারছে না ইংল্যান্ড। পাঁচ ম্যাচের চারটিতে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দুয়ারে দাঁড়িয়ে তারা। এমন অবস্থায় প্রশ্ন উঠছে বাটলারের নেতৃত্ব নিয়ে। যদিও অধিনায়ক হিসেবে নিজেকেই যোগ্য মনে করছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।


উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে একেবারে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ে ঘুরে দাঁড়ায় তারা। যদিও সেই আনন্দ বেশিক্ষণ টিকেনি ইংলিশদের। আফগানিস্তানের সঙ্গে হোঁচট খাওয়ার পর সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেননি বাটলাররা। সেরা চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ইংল্যান্ডের।



promotional_ad

এমন ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু কুমারা ও কাসুন রাজিথাদের সামনে দাঁড়াতে পারেননি জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোনরা। মাত্র ১৫৬ রানে গুটিয়ে যাওয়ার পর ইংলিশরা হেরেছে ৮ উইকেটে। এমন হারের পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে তারা।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৫ মার্চ ২৫
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

তাতে করে ইংল্যান্ড ও তাদের অধিনায়ককে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে ব্যাপকহারে সমালোচনা হচ্ছে। এদিন ম্যাচ হারের পর বাটলারের কাছে জানতে চাওয়া হয়েছিল এমন ব্যর্থতার পরও ইংল্যান্ড দলের নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে নিজেকে যোগ্য মনে করছেন কিনা। উত্তরে বাটলার বলেন, ‘হ্যাঁ।’


ব্যাখ্যা দিতে গিয়ে বাটলার বলেন, ‘অধিনায়ক হিসেবে প্রশ্নটা হলো, আমি কীভাবে খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বের করে আনতে পারি। দলকে কীভাবে সঠিক পথে পরিচালিত করতে পারি। নেতা ও অধিনায়ক হিসেবে এবং সবার আগে খেলোয়াড় হিসেবে নিজের ওপর আমার সেই আস্থা ও আত্মবিশ্বাস আছে।’



বাটলার চাইলেই অধিনায়ক থাকতে পারবেন বিষয়টি একেবারেই এমন নয়। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার পরও শেষ চারে উঠতে না পারলে তা হবে বেশ হতাশার। সেই সঙ্গে পুরো টুর্নামেন্ট জুড়ে দলের হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স তো প্রশ্ন তুলছে সবকিছু নিয়েই।


তাতে করে বোর্ডের নীতি নির্ধারকরা চাইলেই কেবল তিনি অধিনায়ক থাকতে পারবেন সেটা জানেন বাটলার নিজেও। তিনি বলেন, ‘তবে আপনি যদি জানতে চান, আমি ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে থাকব কি না, সেটা আসলে আমার ওপরে যারা আছেন, তাদের (সিদ্ধান্তের) ব্যাপার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball