ভারতের বাইরে আইপিএল নিলাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলকে টেক্কা দিতে ৬ হাজার কোটি টাকার লিগ আনছে সৌদি আরব
১৫ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের শুরু হতে এখন কয়েক মাস বাকি। এর আগে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। এবারই প্রথম ভারতের বাইরে টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে।
সেই সময় সাউথ আফ্রিকা সফরে ব্যস্ত সময় পার করবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ১৯ ডিসেম্বর প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামার কথা রয়েছে ভারতের। এমন সময় দুবাইয়ে অনুষ্ঠিত হবে ১০ দলের আইপিএল নিলাম।

আগামী ১৫ পর্যন্ত রিটেইন এবং ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশের সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। এরপর ডিসেম্বরের শুরুর দিকে নিলামের পুল নির্ধারণ করা হবে। গত মৌসুমে দল সাজানোর জন্য ফ্র্যাঞ্চাইজিরা ৯৫ কোটি রুপি খরচ করার সুযোগ পেয়েছিল।
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
৬ ঘন্টা আগে
এবার অবশ্য ৫ কোটি বেড়ে সেটি ১০০ কোটি রুপিতে নিয়ে যাওয়া হয়েছে। নিলামের দিন একটা দল কতটা রুপি খরচ করতে পারবে সেটা নির্ভর করছে তাদের ছেড়ে দেয়া ক্রিকেটারদের মূল্য কত সেটার উপর। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১২.২০ কোটি রুপি আছে পাঞ্জাব কিংসের। সবচেয়ে কম ০.০৫ কোটি রুপি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের।
এদিকে বাকি দলগুলোর মাঝে সানরাইজার্স হায়দরাবাদ ৬.৫৫ কোটি রুপি, গুজরাট টাইটান্স ৪.৪৫ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস ৪.৪৫ কোটি রুপি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৩.৩৫ কোটি রুপি, রাজস্থান রয়্যালস ৩.৩৫ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১.৭৫ কোটি রুপি, কলকাতা নাইট রাইডার্স ১.৬৫ কোটি রুপি এবং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের রয়েছে ১.৫ কোটি রুপি।
সবশেষ আসরে স্যাম কারান আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন। যেখানে রেকর্ড ১৮.৫ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল পাঞ্জাব। এবারের আসরের নিলামে দেখা যেতে পারে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ক্রিস ওকস, স্যাম বিলিংস, অ্যালেক্স হেল,ট্রোভিস হেড এবং জেরাল্ড কোয়েৎজের নাম।