promotional_ad

দুদিনের অনুশীলন শেষে রাতে কলকাতায় ফিরলেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

ব্যাট হাতে ছন্দে না থাকায় নাজমুল আবেদীন ফাহিমের কাছে টোটকা নিতে বিশ্বকাপের মাঝে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। দুদিনের অনুশীলন শেষে আবারও ভারত যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দলের সঙ্গে যোগ দিতে রাতে কলকাতার বিমান ধরেছেন সাকিব।


বিশ্বকাপে সময়টা একেবারে ভালো যাচ্ছে না বাংলাদেশের। পাঁচ ম্যাচের চারটিতে হেরে রীতিমতো ধুঁকছে টাইগাররা। মুম্বাইয়ে সাউথ আফ্রিকার কাছে বড় পরাজয়ের পর কলকাতার বিমান ধরে বাংলাদেশ। যেখানে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।



promotional_ad

সব ক্রিকেটার ও স্টাফরা কলকাতার বিমানে উঠলেও সেখানে ছিলেন না সাকিব। দুপুর নাগাদ জানা যায় ব্যক্তিগত কাজে ছুটি নিয়ে দেশে ফিরেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। যদিও সাকিব দেশে ফিরেছিলেন নিজের ব্যাটিংয়ের সমস্যা সমাধানের জন্য।


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

৬ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

২৫ অক্টোবর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে তিন ঘণ্টার ব্যাটিং সেশন করেছেন তিনি। এরপর ২৬ অক্টোবরও ছোটবেলার কোচ ও বিকেএসপির উপদেষ্টাকে নিয়ে নিজের ব্যাটিংয়ে শান দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ‍দুদিনের ব্যাটিং সেশন শেষে আবারও ভারত গেলেন।


২৭ তারিখ দলীয় অনুশীলন থাকায় ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) কলকাতায় ফিরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। টোটকা নিয়ে এবার নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায় সাকিব। এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে ৫৬ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। যেখানে এক ম্যাচেই করেছেন ৪০ রান।



এদিকে বল হাতে ৫.৫৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন সাকিব। দলের সেরা ক্রিকেটার ও অধিনায়ক রান না পাওয়ায় বাংলাদেশও চিন্তিত। এবার ছন্দে ফিরতে পারলে লাভ হবে সাকিবের, লাভটা বাংলাদেশেরও। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮ অক্টোবর নেদারল্যান্ডস এবং ৩১ অক্টোবর বাংলাদেশ খেলবে পাকিস্তানের সঙ্গে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball