promotional_ad

আমরা বিশ্বকাপের জন্যই বেঁচে থাকি: ওয়ার্নার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৫ মার্চ ২৫
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

দ্বিপাক্ষিক সিরিজে যেমনই খেলুক না কেন বিশ্বকাপে এলেই ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটান ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে আগে ছন্দে না থাকলেও বাঁহাতি এই ওপেনারের ব্যাটে নিজেদের খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার পর ওয়ার্নার জানিয়েছেন, ক্রিকেটাররা বিশ্বকাপের জন্যই বেঁচে থাকেন।


বিশ্বকাপের আগে লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে ছিলেন না ওয়ার্নার। যে কারণে একাদশে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠছিল বারবার। তবে অভিজ্ঞ এই ওপেনারের উপর আস্থা রেখেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ দলে থাকলেও প্রথম তিন ম্যাচে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শুরুটা ভালো করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি তার।



promotional_ad

স্বাগতিকদের বিপক্ষে ওয়ার্নারকে থামতে হয়েছিল ৪১ রানের ইনিংস খেলে। সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন যথাক্রমে ১৩ ও ১১ রানের ইনিংস। তবে পাকিস্তানের বিপক্ষে নিজেকে পুরনো ছন্দে ফিরে পান ওয়ার্নার। শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফদের বিপক্ষে খেলেছিলেন ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস।


আরো পড়ুন

কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি

৬ ঘন্টা আগে
বিরাট কোহলি

পরের ম্যাচে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে ওয়ার্নার করেছেন ১০৪ রান। এমন ইনিংসের পর টানা তিন বিশ্বকাপেই তিনশর বেশি রান করলেন তিনি। বর্তমানে আছেন এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তোলা সেরা পাঁচ ব্যাটারের তালিকাতেও। ডাচদের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার পর ওয়ার্নার জানিয়েছেন, তারা বিশ্বকাপের মতো মঞ্চের জন্যই তৈরি হন।


স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে ওয়ার্নার বলেন, ‘আমার জন্য বিষয়টা হলো মাঠে গিয়ে নিজের সেরাটা দেওয়া। যে কোনো সিরিজে এটাই হয় এবং টুর্নামেন্টের ক্ষেত্রে, আমি এসবের জন্যই প্রস্তুত হই। আমরা এসব বিশ্বকাপের জন্যই বেঁচে থাকি। (বিশ্বকাপ) প্রতি চার বছরে একবার হয় এবং আপনাকে অবশ্যই এই মঞ্চে উজ্জ্বল পারফর্ম্যান্স করতে হবে। ওসব দ্বিপাক্ষিক সিরিজের ছন্দ এখানেও আনতে হবে।’



ডাচদের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার ম্যাচে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে টানা দুই সেঞ্চুরির কীর্তিতে রিকি পন্টিং, মার্ক ওয়াহ এবং ম্যাথু হেইডেনদের ছুঁয়েছেন ওয়ার্নার। বিশ্বকাপে নিজের ষষ্ঠ সেঞ্চুরি করার দিনে কুমার সাঙ্গাকারা, পন্টিংদের পেছনে ফেলে শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছেন তিনি। বিশ্বকাপে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল রোহিত শর্মার।


শচীন-পন্টিংদের পাশে থাকতে পারা বিশেষ কিছু জানিয়ে ওয়ার্নার বলেন, ‘তাদের সঙ্গে একই ক্যাটাগরি ও শ্রেণিতে থাকতে পারা বিশেষ কিছু। তারা খেলাটির কিংবদন্তি। আমরা তাদের খেলা দেখে বড় হয়েছি। এই মুহূর্তে আমরা বর্তমানেই থাকছি। হয়তো ২০-৩০ বছর পর আয়েশ করে বসে এসব (সাফল্য) উপভোগ করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball