promotional_ad

স্টোকস-বাটলারদের সঙ্গে অভিনব ধারায় চুক্তি সারল ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৫ মার্চ ২৫
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

বিশ্বজুড়ে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা। যার ফলে ক্রিকেটাররা ঝুঁকছেন সেদিকেই। ফলে ইংলিশ ক্রিকেটারদের নিজ দেশের হয়ে খেলার প্রতি আগ্রহী করে তুলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দীর্ঘ সময় ধরেই জস বাটলারদের বহু বছরের চুক্তির প্রস্তাব দিচ্ছিল। এমন প্রস্তাবে আগ্রহ না দেখালেও অবশেষে ১৮ জন ক্রিকেটার কয়েক বছরের চুক্তিতে রাজি হয়েছেন।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই যেন টাকার ঝনঝনানি। আইপিএলের দলগুলো ভারতের বাইরেও (এলপিএল, সিপিএল...) দল কিনছে। ফলে তারাও এখন ক্রিকেটারদের চুক্তির আওতায় আনছে। ফলে ইসিবি নিয়েছে এমন পদক্ষেপ। প্রথমবারের মত বহু বছরের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছিল মোট ২৬ জন ক্রিকেটারকে।


নতুন চুক্তিতে ২০ জন ক্রিকেটার কয়েক বছরের চুক্তির প্রস্তাব পেয়েছিল। যার মধ্যে ১৮ জন ক্রিকেটার ইসিবির সঙ্গে বহুবছরের চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছে। সেখানে আছেন জফরা আর্চার, জনি বেয়ারস্টো, বেন ডাকেটরা। এদিকে বেশ কয়েকজন ক্রিকেটারকে দেয়া হয়েছে তিন বছরের চুক্তির প্রস্তাব। যেখানে আছেন বেন স্টোকস, হ্যারি ব্রুকের মত ক্রিকেটাররা।


এই প্রস্তাব অনুযায়ী তিনজন ক্রিকেটার তিন বছরের কেন্দ্রীয় চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ক্রিকেটাররা হলেন তরুণ ব্যাটার ব্রুক, সাবেক টেস্ট অধিনায়ক জো রুট এবং পেস বোলার মার্ক উড। তবে অনেকটা অবাক করেই এই প্রস্তাবে রাজি হননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এই অলরাউন্ডার চুক্তিবদ্ধ হয়েছেন কেবল এক বছরের চুক্তিতে।



promotional_ad

স্টোকসের এমন সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাব আছে কিনা সেটা নিশ্চিত নয়। তবে কিছুদিন আগেই স্টোকস বলেছিলেন যতদিন সম্ভব দেশের হয়ে খেলে যেতে চান। তিনি বলেছিলেন 'আমি ইংল্যান্ডের হয়ে যতটা সম্ভব ক্রিকেট খেলতে চাই। এটাই আমার চাওয়া। আমি ব্যাজটির (ইংল্যান্ডকে) প্রতিনিধিত্ব করতে পছন্দ করি এবং যতক্ষণ সম্ভব আমি দেটা করতে চাই।'


ইসিবির এক বছরের কেন্দ্রীয় চুক্তিতে স্টোকস ছাড়াও, অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং অলরাউন্ডার মঈন আলী সহ মোট ৮ জন ক্রিকেটার রয়েছেন। এদিকে গত বছর চুক্তি থেকে বাদ পড়া ডেভিড মালানও পেয়েছেন এবার এক বছরের চুক্তি। এছাড়াও ম্যাথু ফিশার, সাকিব মাহমুদ এবং জন টার্নার পেয়েছেন ইংল্যান্ডের ডেভেলপমেন্ট চুক্তিতে।


নতুন এই কেন্দ্রীয় চুক্তি নিয়ে বেশ উচ্ছসিত ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি। তিনি বলেন, 'আমরা সেই সকল খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করছি যারা আগামী বছর ইংল্যান্ডের হয়ে ভালো অবদান রাখবে। পরিবর্তনশীল এই নতুন চুক্তিতে ইংলিশ ক্রিকেটারদের এর প্রতিশ্রুতি প্রদর্শন একটি দুর্দান্ত খবর। এটা খেলোয়াড়দের কৃতিত্ব।'


ইসিবির তিন বছরের কেন্দ্রীয় চুক্তি: হ্যারি ব্রুক, জো রুট, মার্ক উড


ইসিবির দুই বছরের কেন্দ্রীয় চুক্তি: রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কুরান, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ম্যাথিউ পটস, আদিল রশিদ, জশ টাং ও ক্রিস ওকস।



ইসিবির এক বছরের কেন্দ্রীয় চুক্তি: মঈন আলী, জেমস অ্যান্ডারসন, বেন ফোকস, জ্যাক লিচ, ডেভিড মালান, অলি রবিনসন, বেন স্টোকস ও রিস টপলি।


ইংল্যান্ডের ডেভেলপমেন্ট চুক্তি: ম্যাথু ফিশার, সাকিব মাহমুদ ও জন টার্নার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball