ইতিহাস গড়ার উদ্দেশ্যই ছিল না ম্যাক্সওয়েলের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না: শহীদি
২৮ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপ ইতিহাসে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে অস্ট্রেলিয়াও পেয়েছে রেকর্ড ৩০৯ রানের বিশাল জয়। অথচ এই ম্যাচে ব্যাটিংয়ের আগে এমন অসাধারণ রেকর্ডের ক??া কল্পনাও করেননি ম্যাক্সওয়েল।
দিল্লিতে বুধবার ছয় নম্বরে নেমে নয়টি চার এবং আটটি ছক্কায় ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ২৭ বলে হাফ সেঞ্চুরি করার পর তিন অঙ্ক ছুঁতে তার লাগে মাত্র ১৩ বলে। অথচ ইনিংস শেষ হওয়ার আগের ওভারে সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে ছিলেন তিনি।

বাস ডি লিডের প্রথম পাঁচ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ম্যাক্সওয়েল সেঞ্চুরি হাঁকান। শেষ ওভারে আউটও হয়ে যান। তার ইনিংসে অস্ট্রেলিয়া থামে ৩৯৯ রানে। তারপর ব্যাটিংয়ে নেমে মাত্র ৯০ রানে গুঁটিয়ে যায় ডাচরা। গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠেই ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন এইডেন মার্করাম।
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
৯ ঘন্টা আগে
প্রোটিয়া এই ব্যাটারের রেকর্ড ভাঙবেন, এটা চিন্তাই করেননি ম্যাক্সওয়েল। তিনি বলেন, 'এটা এমন কিছু (দ্রুততম সেঞ্চুরি) নয় যেটা আমি করতে চেয়েছিলাম। শুধু অবস্থা বুঝেই খেলেছি। আমি শুধু চেয়েছিলাম নিচের দিকে নেমে দ্রুত রান তুলে দলের ভিত মজবুত করতে। বল দারুণভাবে ব্যাটে লেগেছে। ছন্দে ফিরতে পেরে দারুণ লাগছে।'
'মাঠে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। নিজেকে কিছুটা সময় দিতে পেরেছি। এই ইনিংস খেলে আত্মবিশ্বাস কিছুটা বেড়ে গেছে। রান করে ভালো লাগছে, তবে ধারাবাহিকভাবে রান করতে পারছিলাম না যেটার জন্যে খারাপ লাগছিল। তবে এই ইনিংস খেলে দারুণ লাগছে।'
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেই এর চেয়ে কম বলে সেঞ্চুরির কীর্তি রয়েছে কেবল তিন জনের। তারা হলেন এবি ডি ভিলিয়ার্স (৩১), কোরি অ্যান্ডারসন (৩৬) ও শাহিদ আফ্রিদি (৩৭)।