শ্রেষ্ঠত্ব নয়, সবসময় উন্নতির পেছনেই ছুটেছেন কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
৯ ঘন্টা আগে
বিরাট কোহলির প্রশংসা করতে গিয়ে ব্রায়ান লারা মন্তব্য করেছিলেন, ‘বিরাট কোহলি মানুষ নয়, সে একজন রান মেশিন।’ কিছুদিন আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও বলেছিলেন ভারত থেকে একজন ক্রিকেটারকে চুরি করার সুযোগ থাকলে সেটা হতো কোহলি! লম্বা সময় বিশ্ব ক্রিকেটকে শাসন করছেন ভারতে এই ব্যাটিং সুপারস্টার। ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্সের রহস্যটা এবার উদঘাটন করলেন কোহলি নিজেই।
ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের যম হয়ে ওঠেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি রানের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮টি সেঞ্চুরি রয়েছে কোহলির। অবশ্য ক্যারিয়ারের শুরু থেকেই অনেকের ধারণা ছিল সেঞ্চুরি আর রানের হিসেবে একটা সময় শচিন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন কোহলি। আর সেই পথেই আছেন সময়ের সেরা এই তারকা।

চলতি বিশ্বকাপেও ব্যাট হাতে ভারতের সবচেয়ে সেরা পারফর্মার কোহলি। আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৭০.৮ গড়ে তুলেছেন ৩৫৪ রান। বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরি ছাড়াও করেছেন ৩টি হাফ সেঞ্চুরি। রয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পেছনে রয়েছে তার সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা।
২০২১ বিশ্বকাপের পর লুকিয়ে থাকতে হয়েছিল বরুনকে
১৯ ঘন্টা আগে
কোহলি বলেন, 'আমি সর্বদা নিজেকে উন্নত করার চেষ্টা করি। প্রতিটা দিন, প্রতিটা অনুশীলন সেশন, প্রতিটা বছর এবং প্রতিটা মৌসুমে আমি একই কাজ করি। এটাই আমাকে লম্বা সময় ধরে খেলতে ও পারফর্ম করতে সাহায্য করছে। আমার মনেহয় না এই মানসিকতা ছাড়া ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা সম্ভব। কারণ যদি পারফরম্যান্স করাই আপনার লক্ষ্য হয়, তাহলে একটা সময় আপনি সন্তুষ্ট হতে পারেন।'
কোহলি শুধু ব্যাট হাতে রান করাই নয়, বরং তিন নম্বরে ব্যাটিং করেও ফিনিশার হিসেবেও কাজ করছেন। কিছুদিন আগেও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন ম্যাচজয়ী ৯৫ রানের ইনিংস। এরপরই সাবেক ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীর বলেছিলেন কোহলির চেয়ে ভালো কোনও ফিনিশার নেই। দিনকে দিন এভাবেই নিজেকে উন্নত করছেন কোহলি। কারণ তার কাছে শ্রেষ্ঠত্ব নয় উন্নতি মুখ্য।
কোহলি বলেন, 'আমার লক্ষ্য ছিলো সর্বদাই উন্নতির পেছনে ছোটা, শ্রেষ্ঠত্বের নয়। কারণ সত্য বলতে কি আমি শ্রেষ্ঠত্বের সংজ্ঞাটাই জানিনা। এর কোনও সীমা নেই। কিংবা এর কোনও নির্দিষ্ট মানদণ্ডও নেই, যেখানে পৌঁছালে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন। তাই আমি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করি। আমার মনে হয় এই শব্দটাই ব্যবহার করা ভালো হবে। আর হ্যাঁ, আমার পারফরম্যান্সই হচ্ছে আমার ফলাফল। আমার মানসিকতাই থাকে দলকে জেতানো।'