আরও দুদিন মিরপুরে অনুশীলন করবেন সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
বিশ্বকাপ চলার মাঝপথেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সকালে ঢাকায় ফিরে দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে যান সাকিব। ক্রিকফ্রেঞ্জিকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে আগামী দুদিনও মিরপুরে অনুশীলন করবেন সাকিব।
নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ২৮ অক্টোবর খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচটি খেলতে ইতোমধ্যেই কলকাতায় পৌঁছে গেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে কলকাতা না গিয়ে দেশে ফিরেছেন সাকিব।

দেশে ফিরে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন সেরেছেন তিনি। এই ব্যাপারে দেশের অন্যতম সেরা কোচ ফাহিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন অবশ্য বন্ধ পাওয়া গেছে।
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১৪ ঘন্টা আগে
আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের। এবারের বিশ্বকাপে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলেননি সাকিব। এ ছাড়া চারটি ম্যাচেই খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
যদিও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬। এর মধ্যে সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।
এদিকে সাকিবের পারফরম্যান্সের মতোই মলিন বাংলাদেশের দলগত পারফরম্যান্স। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে হারে বাংলাদেশ।