promotional_ad

‘এসব খেলা ওয়ানডে ক্রিকেটকে আরও মেরে ফেলছে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৫ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টির জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর থেকেই ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কয়েক বছরের মাঝে হারিয়ে যেতে পারে ৫০ ওভারের ক্রিকেটে, এমন শঙ্কার কথা জানিয়েছেন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। প্রায় মৃত্য হয়ে যাওয়া ওয়ানডে ক্রিকেটকে মেরে ফেলছে ম্যাড়ম্যাড়ে ম্যাচগুলো। সাউথ আফ্রিকা ও বাংলাদেশের খেলা দেখার পর এমন মন্তব্য করেছেন এস বদ্রিনাথ।


বিশ্ব জুড়েই ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট চলছে। অর্থের ঝনঝনানিতে পড়ে ক্রিকেটাররাও ধুঁকছেন অল্প সময়ে বেশি টাকা আয়ের পথে। ২০ ওভারের ক্রিকেটের জনপ্রিয়তার বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন আগে রবি শাস্ত্রী প্রস্তাব দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে। প্রায় এক যুগ আগে ওয়ানডের ভবিষ্যত নিয়ে নিজের ভাবনা জানিয়েছিলেন শচীন।



promotional_ad

যেখানে ৫০ ওভারের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে নতুন কিছু হিসেবে ৫০ ওভারকে দুটি ইনিংসে ভাগ করার প্রস্তাব দিয়েছিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। অনেকে ওয়ানডে ক্রিকেটকে ৪০ ওভারে নামিয়ে আনার পরামর্শও দিয়েছিলেন। কদিন আগে ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নতুন সভাপতি মার্ক নিকোলাস বলেছেন, ওয়ানডে ক্রিকেট শুধু বিশ্বকাপেই হোক।


এমন একজনের কথার পর ওয়ানডে ক্রিকেট নিয়ে শঙ্কাটা আরও বেড়ে যাচ্ছে। প্রায় মৃত হয়ে যাওয়া ওয়ানডেকে আরও মেরে ফেলছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মতো ম্যাড়ম্যাড়ে ম্যাচগুলো। আগে ব্যাটিং করে দারুণ ব্যাটিংয়ে ৩৮২ রানের পুঁজি পেয়েছিল সাউথ আফ্রিকা। অথচ সেই রান তাড়া করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে মাত্র ২৩৩ রান।


২৩০-২৬০ রানের ম্যাচ দেখা যেতো আরও এক দশক আগে। পুরনো ধাঁচের ক্রিকেট ওয়ানডেকে আরও বেশি মেরে ফেলছে সেটি বলার অপেক্ষা রাখে না। এদিকে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মতো এক পেশে ম্যাচ হয়েছে আরও কয়েকটি। তবে বাংলাদেশ ম্যাচের পরই নিজের ‘এক্স’ (পূর্ব নাম টুইটার) অ্যাকাউন্টে বদ্রিনাথ লিখেছেন, ‘এই ধরনের ম্যাচে প্রায় মারা যাওয়া ওয়ানডে ক্রিকেটকে আরও মেরে ফেলছে।’



বেশ কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেটকে বিরক্তিকর ও অর্থহীন বলেছিলেন আকাশ চোপড়া। এবার দুই দশক ধরে টেস্ট খেলা বাংলাদেশের পারফরম্যান্সকে বিরক্তিকর হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তান বাদে বাকি সবার সঙ্গেই মুখ থুবড়ে পড়েছে সাকিব আল হাসানের দল।


বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করে নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে চোপড়া লিখেছেন, ‘বাংলাদেশ আবারও প্রত্যাশার চেয়ে কম পারফর্ম করা দলই থেকে গেল। বাংলাদেশের সমর্থকদের আগ্রহের প্রশংসা করছি। কিন্তু দুই দশক আগে টেস্ট খেলার মর্যাদা পাওয়া একটা দেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball