আরেকটি ‘অঘটনের’ আশায় নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
এবারের বিশ্বকাপে ফর্মের তুঙ্গে আছে সাউথ আফ্রিকা। প্রায় প্রতিটি ম্যাচেই তিনশোর বেশি রান করেছে তারা। বিশেষ করে দলটির টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত ফর্মে রয়েছে। আর তাদের ব্যাটে ভর করেই উঠছে সাউথ আফ্রিকা।
অবশ্য এই প্রোটিয়াদের হারিয়েই এবারের বিশ্বকাপে অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। বুধবার তারা মাঠে নামছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচে মাঠে নামার আগে আরেকটি অঘটনের লক্ষ্য নিয়েই মাঠে নামছে ডাচরা। এমন বড় ম্যাচের আগে নেদারল্যান্ডসের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন লোগান ফন বিক।

দলের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘(আরেকটি অঘটন) কেন নয়? আমরা তো সেমিফাইনালে খেলতেই এসেছি। এটাই আমাদের লক্ষ্য। আমরা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই। নেদারল্যান্ডস ক্রিকেটের গল্পটা বদলাতে চাই।’
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
১৬ ঘন্টা আগে
অন্যদিকে ডাচদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক অস্ট্রেলিয়া। সংবাদ সম্মেলনে আসা মিচেল মার্শ জানিয়েছেন তারা মোটেই হালকাভাবে নিচ্ছেন না নেদারল্যান্ডসকে। তারা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন ডাচরাও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। তবে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে অজিরা।
এ প্রসঙ্গে মার্শ বলেন, ‘বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই। সব ম্যাচেই চাপ ও ঝুঁকি আছে। (ছোট) দলগুলো বেশ ভালো করছে। সব ম্যাচেই আমাদের সেরা প্রস্তুতি নিয়ে আসতে হচ্ছে। আগামীকালও (আজও) এর ব্যতিক্রম হবে না। আমরা নেদারল্যান্ডসকে সমীহ করছি। ওরা আমাদেরও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস ক্রিকেটের দুই সংক্ষিপ্ত সংস্করণ মিলিয়ে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে। সেটাও ২০০৩ আর ২০০৭ সালে। দুটোই ছিল বিশ্বকাপের আসর। এবার আরেকটি বিশ্বকাপে তৃতীয়বারের মতো একে অপরের মোকাবেলা করছে। এই ম্যাচটিকে যেভাবেই হোক স্মরণীয় করে রাখতে চাইবে ডাচরা।