আমি কোচ হলে আমাকে নিয়েও লেখালেখি হবে: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ সুপার লিগে ৩ নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। যদিও বিশ্বকাপের মূল আসরে পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও টানা চার ম্যাচ হেরে ধুঁকছে সাকিব আল হাসানের দল। এমন পারফরম্যান্সের পর অনেকেই টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের দুষছেন।
যদিও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন কোচিং স্টাফদের দোষ দিয়ে লাভ নেই। গত কিছুদিন ধরেই দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। যে কারণে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না থাকায় চটেছেন দর্শক-সমর্থকরা এমনটাই মনে করেন তিনি।
সালাহউদ্দিন মনে করেন দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না চালালে এবং কয়েকজন ক্রিকেটারকে যোগ্য মর্যাদা দিলে আজকের এই অবস্থা হতো না। সালাহউদ্দিনের ধারণা তিনি জাতীয় দলের কোচ হলে তাকে নিয়েও সমালোচনা হবে, লেখালেখি হবে। এটাকে তাই স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।

সালাহউদ্দিন বলেন, 'আমি গেলে আমাকে নিয়েও লেখালেখি হবে। কোচিং স্টাফের দোষ দিয়ে তো আসলে খুব বেশি লাভ নেই। আমরা খুব ভালো খেলছিলাম। আমাদের সেই দলটা একটু ছন্নছাড়া হয়ে গেছে। ছন্দটা নষ্ট হয়ে গেছে আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এখন মনে হচ্ছে আমাদের কিছু প্লেয়ার ওইসময় ট্রিট না করলে হয়তো দলটা ভালো অবস্থায় থাকত। এই কারণে মানুষের ক্ষোভটা অনেক বেশি। বিশ্বকাপে যাওয়ার আগে দল নিয়ে এতো নাড়াচাড়া হয়েছে যেটা একটি দলের আত্মবিশ্বাস ভেঙে দেয়ার জন্য যথেষ্ট। এই একটা কারণে মানুষের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে।'
বিশ্বকাপের আগে বাংলাদেশ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে। এ কারণে বিশ্বকাপে দল নিয়ে সবার প্রত্যাশা ছিল উঁচুতে। দর্শকরা সামনে থেকে দলের অবনতি দেখেছেন। তাই তারা এটা মেনে নিতে পারছেন না বলে বিশ্বাস সালাহউদ্দিনের।
তার ভাষ্য, 'ওয়ানডেতে আমাদের একটা ভালো দল ছিল এটা কেন এমন হয়ে গেল। আমরা তো তাদের সামনে সেই ফলাফল দেখিয়েছি। আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ইংল্যান্ডকে হারিয়েছি, সাউথ আফ্রিকাকে হারিয়েছি। মানুষে স্বাভাবিক একটা প্রত্যাশা চলে আসছে... আমরা চোখের সামনে দেখেছি জিনিসগুলো একটু একটু করে নষ্ট হয়েছে, এই কারণে মানুষের খুব ক্ষোভ। এটা শুধু টিম ম্যানেজমেন্টের দোষ না আশেপাশের অনেকেই জড়িত। আমাদের নির্বাচন প্রক্রিয়া হয়ত ঠিক ছিল না।'
ক্রিকফ্রেঞ্জির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের কোচ হওয়ার প্রস্তাব দিলে কী করবেন সালাহউদ্দিন। তিনি জানিয়েছেন বাংলাদেশে এখন স্বাধীনভাবে কোচিং করানোর সুযোগ নেই। তবুও যদি প্রস্তাব দেয়া হয় তবে ভেবে দেখবে বলে জানালেন এই অভিজ্ঞ কোচ।
সালাহউদ্দিন বলেন, 'আমি যেখানেই কাজ করি খুব স্বাধীনভাবে কাজ করি। আমার ক্যারেক্টারই এরকম। আমার দল যখন আমি চালাই আমার মতো করে চালাতে চাই। আমার টিমে কেউ এসে বলবে যে ওকে খেলাও তাকে খেলাও ওইভাবে সম্ভব না। বাংলাদেশে এইরকমভাবে চলাটাও কষ্টকর। যদি এইভাবে চলি দুইদিনের মধ্যেই বিদায় করে দেবে। পরিবেশ দেখি, পরিস্থিতি দেখি তখন দেখা যাবে করা যাবে নাকি।'