promotional_ad

মাহমুদউল্লাহ-মুশফিক নিজেদের কাজটা করছে, আমরা পারছি না: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

১৫ মার্চ ২৫
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

আগেই জয় পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার প্রয়োজন পড়েনি মাহমুদউল্লাহ রিয়াদের। ইংল্যান্ডের বিপক্ষে না খেলা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ডের বিপক্ষে আট এবং ভারতের সঙ্গে ব্যাটিং করেছিলেন সাত নম্বরে। উপরের দিকের ব্যাটাররা ভালো করতে না পারার পরও মাহমুদউল্লাহকে নিচের দিকে ব্যাটিং করানোর ফলে ব্যাপকহারে সমালোচনা হচ্ছিল। সাকিব আল হাসান জানিয়েছেন, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম তাদের ভূমিকা ঠিকই পালন করছেন। বরং উপরের দিকে ব্যাটাররা নিজেদের কাজটা করতে পারছেন না।


বিশ্বকাপ দল মাহমুদউল্লাহ থাকবেন কিনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। এশিয়া কাপের দলে না থাকলেও বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন মাহমুদউল্লাহ। যেখানে খুব বেশি ভালো না করলেও খানিকটা অন্যদের ব্যর্থতায় বিশ্বকাপ দলে ডাক পড়ে অভিজ্ঞ এই ব্যাটারের। বিশ্বকাপে সুযোগ পেয়ে নিজের কাজটাও ঠিকঠাক করছেন তিনি।



promotional_ad

আফগানিস্তানের সঙ্গে ব্যাটিংয়ের সুযোগ পাননি, ইংল্যান্ডের বিপক্ষে বাদ পড়েছিলেন একাদশ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরে নিজের কাজটা করে দিয়েছেন তিনি। ১৭৫ রানে ৬ উইকেট হারানোর পর ৪৯ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে বাংলাদেশের স্কোর ২৫০ এর কাছে নিয়ে গিয়েছিলেন। ভারতের বিপক্ষে খেলেছিলেন ৩৬ বলে ৪৬ রানের ইনিংস।


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

মাহমুদউল্লাহর এমন ইনিংসের সুবাদে ১৭৯ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত পুঁজি পেয়েছিল ২৫৬ রানের। সাউথ আফ্রিকার বিপক্ষে আরও বেশি ধুঁকছিল বাংলাদেশ। ৩৮৩ রান তাড়া করতে নেমে মাত্র ৮১ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। এমন অবস্থায় বাংলাদেশের হয়ে একাই লড়েছেন মাহমুদউল্লাহ। খেলেছেন ১১১ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস।


মাহমুদউল্লাহ যখন ব্যাটিং করছিলেন তখন ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন তাকে আরও উপরের দিকে ব্যাটিং করানো উচিত। সাকিব অবশ্য বলছেন, মাহমুদউল্লাহর ভূমিকাটাই এটি। সেই সঙ্গে মুশফিককেও পজিশনের কথাও টেনেছেন তিনি। মাহমুদউল্লাহদের প্রশংসা করে উপরের দিকের পাঁচ ব্যাটারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাকিব।



ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন নিয়ে সাকিব বলেন, ‘এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, মুশফিক-মাহমুদউল্লাহ উপরে খেলবে কিনা। তারা যেখানে আছে তারা তাদের দায়িত্বটা ঠিকভাবেই পালন করছে। আমরা উপরে যারা খেলছি তারা কাজটা ঠিকভাবে করতে পারছি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball