promotional_ad

চট্টগ্রামে খেলে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নেবেন তামিম-মাহমুদউল্লাহ

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম

১৫ ফেব্রুয়ারি ২৫
বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ওঠার সম্ভাবনা এখন নেই বললেই চলে। তাই সামনের দিকে আগানোতেই বাড়তি মনোযোগী এখন সাকিব আল হাসানের দল। সামনে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপের আগে সবশেষ অ্যাসাইনমেন্টে বিশ্রামে থাকবেন দলের একাধিক ক্রিকেটার। তবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন তামিম ইকবাল। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামসহ মোসাদ্দেক হোসেন সৈকতদেরও পরখ করে দেখবে বাংলাদেশ।


এমন অবস্থায় ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম-মাহমুদউল্লাহদের ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে বিসিবি। সব ঠিক থাকলে ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামে হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বাংলা টাইগার্সের মধ্যকার একমাত্র ওয়ানডে ম্যাচে খেলবেন তারা।


তামিম-মাহমুদউল্লাহ ছাড়াও এই ম্যাচে অংশ নেবেন তাইজুল, সৌম্য সরকার, নুরুল হাসান সোহানরা। এমনকি তাদের অংশগ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বরের ম্যাচ ৩দিন এগিয়ে আনা হয়েছে। তবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না জাতীয় দলের কেউই। মূলত আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য হবে ম্যাচগুলো।



promotional_ad

তামিমদের ম্যাচ খেলা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'তামিম-মাহমুদউল্লাহসহ আরও কয়েকজন চট্টগ্রামে খেলতে পারেন। আমরা আজ বিষয়টি চুড়ান্ত করব। তবে তামিমের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে সে কতখানি ভালো অনুভব করছে।'


আরো পড়ুন

মুশফিক-মাহমুদউল্লাহদের হাত ধরে ট্রফি আসুক মানুষ এটাই চায়: ইমরুল

২৫ ফেব্রুয়ারি ২৫
মুশফিকুর রহিম (বামে), মাহমুদউল্লাহ রিয়াদ (ডানে) , ফাইল ফটো

পিঠের নিচের অংশের চোটে অনেক দিন ধরে ভুগছেন তামিম। যে জন্য খেলতে পারেননি চলমান এশিয়া কাপেও। দেশের স্বার্থে ছেড়েছেন নেতৃত্বও। তবে ফিট হতে করে চলেছেন নিয়মিত অনুশীলন। তবে এখনও উইকেটে রানিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ে মনোযোগ দেননি। 


তামিমের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'তামিম ব্যাটিংটা ভালোভাবেই করছে। তবে এখনও উইকেটে রানিং করেনি, পাশাপাশি ফিল্ডিংও তেমন করেননি। বিসিবি থেকে আমাদেরকে তার চট্টগ্রামে খেলা নিয়ে জানানো হয়, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।' 


গত ৫ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর আচমকা অবসরের ঘোষণা দেন তামিম। এর একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসরের সিদ্ধান্ত পাল্টে ফেরেন তিনি। তবে চোটের কারণে গেল মাসে নেতৃত্ব ছাড়ার সঙ্গে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। 



এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর লড়বে বাংলাদেশ। এরপর দেশে ফিরে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নেবে দল। ২১ সেপ্টেম্বর শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ। এরপর ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে বাকি দুটি ওয়ানডে। সবকটি ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। এই সিরিজের মাঝ পথেই বিশ্বকাপের দল ঘোষণা করবেন নির্বাচকরা। এরপরই বিশ্বকাপের জন্য উড়াল দেবে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball