promotional_ad

ফার্গুসনের নেতৃত্বে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ে সিরিজের দল নিয়ে ব্যাখ্যা দিলেন লিপু

১৬ ঘন্টা আগে
গাজী আশরাফ লিপু, বিসিবি

বিশ্বকাপের আগে-পরে দুই দফায় বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। বিশ্বকাপের আগে শেষ সিরিজে দ্বিতীয় সারির দলের ওপরই ভরসা রাখছে নিউজিল্যান্ড।


শুক্রবার তারা ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। এবারই প্রথমবারের মতো কিউইদের নেতৃত্ব দিতে চলেছেন এই পেস তারকা। বাংলাদেশ সফরের দলে রাখা হয়নি টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ের মতো তারকাদের।



promotional_ad

বিশ্রাম দেয়া হয়েছে ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ??িলিপস, টিম সাইফার্টদেরও। ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ডিন ফক্সক্রফট। গত মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এই ব্যাটারের।


আরো পড়ুন

নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন স্টেড

২২ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড

এবার ওয়ানডেতেও অভিষেক হতে যাচ্ছে তার। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। অনুশীলনে ফিরলেও উইলিয়ামসনের সেই চোট এখনও পুরোপুরি সারেনি।


তাই তাকে রাখা হয়নি বাংলাদেশ সফরের দলে। উইলিয়ামসনের সঙ্গে মার্ক চ্যাপম্যান ও জিমি নিশামও থাকছেন না বাংলাদেশ সফরে। দুজনই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই ছুটি নিয়েছেন বাংলাদেশ সফর থেকে। ফলে তরুণদের ওপর ভরসা করেই দল সাজাতে হয়েছে নিউজিল্যান্ডকে।



নিউজিল্যান্ড স্কোয়াড-


লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্‌নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball