মিডিয়ার বাড়তি চাপেই ভারত হেরে যায়: শোয়েব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পুরষ্কার বিতরণী মঞ্চে পিসিবির কাউকে না দেখে হতবাক শোয়েব
১০ মার্চ ২৫
ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলেছিলেন ভারত তৃতীয় সারির দল নিয়েও বিশ্বকাপ জয় করতে পারে। যা স্পষ্ট করে ভারতের পাইপ লাইনে প্রতিভার কোনও অভাব নেই। অথচ দলটি গত এক দশকে আইসিসির কোনও শিরোপা জিততে পারেনি। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন ভারতের ব্যর্থতার জন্য দায়ী মিডিয়ার বাড়তি চাপ।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই মানে মাঠের ভেতরের উত্তাপকে ছাপিয়ে উন্মাদনা ছড়িয়ে পরে মাঠের বাইরেও। ফলে দুই দলের ক্রিকেটারদের মাঝে তৈরি হয় বাড়তি চাপ। তবে দুই দেশের মধ্যে বাড়তি চাপ তৈরি করে ভারতীয় মিডিয়াই। টুর্নামেন্ট শুরু আগেই নিজেদের দলকে ফেভারিট বানাতে অন্যান্য দলগুলোকে ছোটো করে তুলে ধরে তারা।

২০১৫ সালের বিশ্বকাপের আগে "মওকা মওকা" গান তৈরি করেছিল ভারতীয় মিডিয়া। যেখানে ভারতের সামনে সকল দেশকে ছোটো করা হয়েছিল। কিন্ত ভারতের যাত্রা সেবার সেমিফাইনালেই থেমেছিল। শোয়েবের মতে মিডিয়ায় নিজেদের দলকে এভাবে ফেভারিট দেখিয়ে দলের উপর বাড়তি চাপ তৈরি করে ভারতীয় মিডিয়া।
রোহিতদের কোচ নায়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই
৪ ঘন্টা আগে
কিংবদন্তী এই পেসার বলেন, 'তাদের প্রতিভার কমতি রয়েছে এমনটা নয়। তারা বেশিরভাগ সময়ই হারে তাদের নিজস্ব মিডিয়ার চাপের কারণে। আমি সর্বদা ভারতীয় মিডিয়াকে বলি অন্য দলকে কিছুটা সম্মান দিতে এবং তাদের প্রতি শিথিলতা বজায় রাখতে। আমরা এটা বুঝতে পারি কারণ আমরা (ক্রিকেটের) ভেতরের লোক। কিন্ত এটা (অন্য দলকে ছোটো করে দেখা) একটা ভুল কাজ।'
নিজেদের দলকে ফেভারিট করার চেষ্টায় ভারতীয় মিডিয়াগুলো প্রতিপক্ষকে আন্ডারডগ বানিয়ে ফেলে। ফলে আন্ডারডগ হয়ে দলগুলো বেশ চাপমুক্ত থাকে। কারণ তাদের হারানোর কিছুই থাকে না। অপরদিকে ফেভারিট দল হয়ে ভারতে বাড়তি চাপ নিয়ে খেলতে নামে। শোয়েবের মতে শেষ এশিয়া কাপেও এমন বাড়তি চাপেই পাকিস্তানের কাছে সুপার ফোরে হেরেছিল ভারত।
শেষ এশিয়া কাপের উদাহরণ টেনে শোয়েব বলেন, 'গত বছর দুবাইতে আমি ভারতীয় একটি চ্যানেলের অনুষ্ঠান করছিলাম। সেখানে তারা সবকিছুতে নীল রঙ (ভারতের জার্সি কালার) ব্যবহার করেছিল। তারা স্টেডিয়াম (দর্শকদের উপস্থিতি) কিনেছিল। তারা একটি বিষয় বার বার বলছিল 'টিম ইন্ডিয়া পাকিস্তানকে চূর্ণ করে দেবে'।
'কারা এতো চাপ তৈরি করে? আপনি যখন আমাদের আন্ডারডগ বানিয়ে দেবেন। তখন আমাদের (পাকিস্তান) হারানোর কিছুই থাকে না, কারণ সেখানে আমাদের কোনও চাপ নেই। সুতরাং, আমরা যেটা করব সেটা হলো আমরা সেখানে যাব এবং জিতব।'