‘আফ্রিদি-নাসিমদের খেলতে হলে আপনাকে সেরা অবস্থানে থাকতে হবে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রোহিতদের কোচ নায়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই
৪ ঘন্টা আগে
এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। পাল্লেকেলেতে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বিরাট কোহলি। ভারতের ব্যাটিং তারকার মতে, পাকিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে দারুণ কিছু করতে হলে নিজেদের সেরা অবস্থানেই থাকতে হবে ভারতের ব্যাটারদের।
সাম্প্রতিক সময়ে অসাধারণ ফর্মে আছেন কোহলি। গত ডিসেম্বরের পর থেকে ১৩টি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে ৫০.৩৬ গড়ে ৫৫৪ রান করেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবুও পাকিস্তানের বোলারদের সমীহ করছেন তিনি।

পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তার সঙ্গে থাকছেন ইনফর্ম আরও দুই পেসার হারিস রউফ এবং নাসিম শাহ। দলটিতে আছেন শাদাব খানের মতো কার্যকরী অলরাউন্ডারও। সবমিলিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচটি সহজ হবে না বলেই মানছেন কোহলি।
ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান
১২ এপ্রিল ২৫
তিনি বলেন, 'আমি মনে করি বোলিংই তাদের মূল শক্তির দিক। তাদের এমন কিছু বোলার আছে যারা যেকোনো সময় নিজেদের স্কিল দেখিয়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। সুতরাং তাদের মোকাবেলা করতে হলে আপনাকে সেরা অবস্থানে থাকতে হবে।'
স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে কোহলি আরও শুনিয়েছেন লম্বা সময় ধরে তার সাফল্যে পাওয়ার গল্পও। সবসময়ই আগের চাইতে ভালো করার মানসিকতা তাকে আরও ভালো উচ্চতায় নিয়ে গেছে বলেই বিশ্বাস ভারতের সাবেক এই অধিনায়কের।
কোহলি আরও বলেন, 'আমি শুধু চিন্তা করি, কীভাবে আমার খেলায় আরও উন্নতি করা যায়। প্রতিদিন, প্রতিটি অনুশীলন সেশনে, প্রতি বছর এবং প্রতিটি সেশনেই। এটাই আমাকে লম্বা সময় ধরে আমার দলের হয়ে পারফর্ম করতে সাহায্য করছে।'
'আমার মানসিকতা সবসময়ই ছিল আগের চেয়ে আরও ভালো হওয়ার দিকে। খুব চমৎকার, এমনটা বলব না। কেননা আমি জানি না, 'চমৎকার' এর সংজ্ঞা আসলে কী। এর কোনও সময়সীমা নেই। এমন কোনও অর্জন আসলে নেই যেটা পেলে আপনি চমৎকার কিছু করে ফেলবেন।'