আফগানিস্তানের বিপক্ষে জেতার জন্যই খেলব: শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। শান্ত একাই খেলেছেন ১২২ বলে ৮৯ রানের ইনিংস। যদিও শান্তর এই ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহ গড়ে দিতে পারেনি।
প্রথম ম্যাচ হারার ফলে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। শান্ত জানিয়েছেন আফগানদের বিপক্ষে পরবর্তী ম্যাচে জেতার জন্যই মাঠে নামবেন। নির্দিষ্ট ওই দিনে ভালো খেলাই লক্ষ্য বাংলাদেশের। যদিও বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে জিতেছিল আফগানিস্তানই। শান্ত জানিয়েছেন আগের সিরিজটি নিয়ে ভাবছেন না তারা।
এ প্রসঙ্গে শান্ত বলেন, 'পরের ম্যাচ জেতার জন্যই খেলব। পরের ম্যাচ জেতার পর আসলে কী পরিস্থিতি দাঁড়াবে সেটা বোঝা যাবে। কিন্তু পরের ম্যাচ যখন খেলব জেতার জন্যই খেলব। আমরা শেষ দুটি টি-টোয়েন্টি ভালো খেলেছিলাম। ওয়ানডে সিরিজটি ভালো যায়নি। আমরা অতীতে কী হয়েছে এটা নিয়ে চিন্তিত না আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে ভালো করা সম্ভব।'

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর অবশ্য ব্যাটারদেরই দায়ী করেছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার। ইনজুরির কারণে শ্রীলঙ্কা দলে নেই দলের শীর্ষ চারজন বোলার। তবুও মাথিশা পাথিরানা ও মাহিশ থিকশানাই পার্থক্য গড়ে দিয়েছেন। এই দুজনই বাংলাদেশের ৬টি উইকেট নিয়েছেন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিসানের ব্যাটে আবাহনীর জয়
১ ঘন্টা আগে
শান্ত মনে করেন এমন বোলিং আক্রমণের বিপক্ষে এর আগেও ভালো খেলেছে বাংলাদেশ। সামনের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচেও রশিদ খান, মুজিব উর রহমানদের মতো ভয়ঙ্কর বোলারদের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। সেই ম্যাচে ভালো করতে আশাবাদী শান্ত।
তিনি বলেন, 'আমরা এমন বোলিংয়ের বিপক্ষেও ভালো করে এসেছি। আজকে হয় নাই, আশা করি সামনের ম্যাচে ভালো হবে। উইকেট দেখে মনে হয়েছে আমাদের ব্যাটিং করা উচিত। আমরা সবাই ক্যাপ্টেন, কোচ একমত ছিলাম সিদ্ধান্তের ব্যাপারে। আমরা ভালো ব্যাটিং করিনি। আমি বলবো না উইকেট সহজ ছিল। কিন্তু আমরা চাইলে আরও ভালো ব্যাটিং করতে পারতাম।'
প্রথম ম্যাচ শ্রীলঙ্কার ক্যান্ডিতে হলেও দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তানের লাহোরে ছুটে যেতে হবে টাইগারদের। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হতে হবে বাংলাদেশ দলকে। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে আফগানিস্তান ম্যাচের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত হতে পারবে তা নিয়েও রয়েছে শঙ্কা।
শান্ত অবশ্য জানিয়েছেন, ভ্রমণের বিষয়টি তাদের হাতে নেই। তারা পরিস্থিতির সোংগে মানিয়ে নেয়ার চেষ্টা করবেন। এ প্রসঙ্গে শান্ত বলেন, 'ট্রাভেলের বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা নিয়ে চিন্তাও করছি না। আমি আগেও যেটা বললাম আগে যে তিনটা ম্যাচ হেরেছি সেটা নিয়েও চিন্তিত না। আমরা ওই নির্দিষ্ট দিনে যদি ভালো করতে পারি আমরা যেকোনো দলের বিপক্ষেই জিততে পারব মনে হয়।'