promotional_ad

বাংলাদেশের মাটিতে অভিষেকের অপেক্ষায় প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইতিহাস গড়ে কানাডার নারী দলে জায়গা পেয়েছেন ড্যানিয়েল ম্যাকগাহে। প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার হাতছানি এই কানাডিয়ানের সামনে। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে কানাডার হয়ে খেলবেন তিনি।


২৯ বছর বয়সী এই ওপেনার ২০২১ সালের মে মাসে চিকিৎসার মাধ্যমে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন। অবশ্য নারী দলে খেলার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শর্ত পূরণ করতে হয়েছে তাকে। এরপর কানাডার নারী দলে ডাক পেয়েছেন তিনি।

২০১৮ সালে আইসিসির প্রকাশিত নিয়ম (২০২১ সালে সংশোধিত) অনুযায়ী নারীদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ইচ্ছুক রাষ্ট্রে ট্রান্স নারীদের অবশ্যই দেখাতে হবে যে, তাদের সিরামে টেস্টোস্টেরনের ঘনত্ব অন্তত ১২ মাস ধরে ক্রমাগত ৫ এনএমওএল এর কম ছিল। এক্ষেত্রে যতদিন তিনি খেলবেন ততদিন তাকে টেস্টোস্টেরনের ঘনত্ব এই স্তরের নিচেই রাখতে হবে।


promotional_ad

ম্যাকগাহে বলেছেন, 'আমার টেস্টোস্টেরনের মাত্রা নির্ণয় করার জন্য, গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রতি মাসে রক্ত পরীক্ষা করছি। কারণ আমাকে আমার খেলোয়াড়ি প্রোফাইলও লিখতে হবে, কার বিরুদ্ধে খেলেছি এবং কত রান করেছি।'


আইসিসির নিয়ম অনুযায়ী ট্রান্সজেন্ডারদের নির্দিষ্ট মেডিকেল অফিসার থেকে লিখিত এবং স্বাক্ষরিত ছাড়পত্র নিতে হবে। যা ট্রান্সজেন্ডার ক্রিকেটার নিজেকে একজন নারী হিসেবে পরিচয় দেবে। অবশ্য ম্যাকগাহের কাছে প্রতি মাসে রক্ত পরীক্ষা করাটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ ক্রিকেটারদের প্রায় সময়ই সফরে থাকতে হয়।


ম্যাকগাহ জাতীয় দলে সুযোগ পেয়েছেন নিজের পারফরম্যান্সের মাধ্যমে। ২০২২ সালের অক্টোবরে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে তিনি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেখানে তিনি ৩ ম্যাচে ৪১.৩৩ গড়ে ১২৪ করেছিলেন। এরপরই তিনি নির্বাচকদের নজরে এসেছিলেন।


জাতীয় দলের ডাক পাওয়ার মাধ্যমে নিজের সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করতে পারছেন ম্যাকগাহ। ফলে বেশ উচ্ছ্বসিত এই ক্রিকেটার। তিনি বলেন, 'আমি বেশ সম্মানিত বোধ করছি। আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পারা এমন কিছু, যা আমি স্বপ্নেও ভাবিনি যে, আমি এটা করতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball