প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডেভিড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চিটাগংয়ের টাকার গরম নেই, তাই দেখাচ্ছে না: মিঠুন
৪ ফেব্রুয়ারি ২৫
সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই মারকুটে ব্যাটিং করেন টিম ডেভিড। এমন পারফরম্যান্সের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। দলটির মিডল অর্ডারে অতিরিক্ত ব্যাটারের বিকল্প রাখতেই দলে নেয়া হয়েছে তাকে।
অজিদের হয়ে এখন পর্যন্ত মোট ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার। যেখানে ৩৮.২৮ গড়ে রান করেছেন ৮০৪। তবে এখনও পর্যন্ত ওয়ানডে অভিষেক না হওয়া ডেভিড প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন মাত্র ১৬টি। সেখানে ৮২.৭৭ গড়ে ১২৩.১৪ স্ট্রাইক রেটে করেছেন ৭৪৫ রান।

অবশ্য বিশ্বকাপের আগ মুহূর্তে ওয়ানডে দলে ডেভিডের অভিষেকের পরও তাকে বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে কিনা এটা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। কারণ আগামী সপ্তাহেই দলগুলোকে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। যদিও অজি নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছেন ৫০ ওভারের ম্যাচে এই ব্যাটারকে পরোখ করতেই এমন সিদ্ধান্ত।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
ডোডেমাইড বলেন, 'টিম (ডেভিড) ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজের জন্য এখানে আছে। আর তাই ওয়ানডে ফরম্যাটে সে কেমন করতে পারে সেটা দেখানোর সুযোগ সে পাচ্ছে। ইনিংসের শেষ দিকে সে অতিরিক্ত ব্যটার হিসেবে আমাদের জন্য একজন পাওয়ারফুল ব্যাটারের বিকল্প হতে পারে।'
এদিকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই ডেভিড নিজের জাত চেনান। দলের অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৭ রানের একটি জুটি গড়েন। যা অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে ৭৭ রান থেকে ৬ উইকেটে ২২৬ রানের বড় সংগ্রহ এনে দেয়। ম্যাচে ডেভিড ২৮ বলে ৬৪ রান করেন।
ডেভিডকে প্রশংসায় ভাসিয়ে মার্শ বলেন, 'টিমের ব্যাপারে সবচেয়ে বড় বিষয় হল সে খুবই দুর্দান্ত। সে জানে টি-টোয়েন্টি ক্রিকেটে তার ভূমিকা কেমন। আমাদের ম্যাচ জেতানোর তার ক্ষমতা আছে এজন্যই সে দলে আছে। আমাদের তার উপর বিশ্বাস রয়েছে। আমি চাই সে প্রতিটি ম্যাচই খেলুক। আমি জানি সে সুযোগ পেলে আমরা ম্যাচ জিতব। সে অস্ট্রেলিয়ান ক্রিকেটের একটি বড় সম্পদ।'