বুমরাহর পরামর্শে স্লোয়ারে দক্ষতা বাড়াচ্ছেন মুকেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি
৬ এপ্রিল ২৫
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের হয়ে তিন সংস্করণেই অভিষেক হয়েছিল মুকেশ কুমারের। বল হাতে নিজেকে দলের জন্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও প্রমাণ করেছেন তিনি। বোলিংয়ে ভারতীয় দলের সিনিয়র পেসার জসপ্রীত বুমরাহকে আদর্শ মানছেন তিনি। বুমরাহর পরামর্শে নিজের স্লোয়ার বোলিংয়ে দক্ষতা বাড়াচ্ছেন এই পেসার।
টেস্ট ক্রিকেটের মাধ্যমে নিজের জাতীয় দলের যাত্রা শুরু করেছিলেন মুকেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজের প্রথম টেস্টে নিয়েছিলেন দুই উইকেট। এরপর রঙিন পোশাকে ৫০ ওভারের ম্যাচে অভিষেক হয় তার। তিন ম্যাচের সেই সিরিজে নিয়েছেন চার উইকেট। খেলেছেন টি-টোয়েন্টি সিরিজেও, সেখানে পাঁচ ম্যাচে ৩ উইকেট পেয়েছেন তিনি।

মুকেশকে অবশ্য ভারতের একাদশের নিয়মিত বোলার হয়ে উঠতে পাড়ি দিতে হবে অনেকটা পথ। কিন্ত ২৯ বছর বয়সী পেসারের চিন্তায় এখন স্লো ডেলিভারি। বুমরাহের পরামর্শ নিয়ে স্লোয়ার ডেলিভারির দক্ষতা বাড়াতে আগ্রহী মুকেশ। আয়ারল্যন্ড সিরিজে তিনি খেলতে না পারলেও নিয়মিতই পেয়েছেন বুমরাহের পরামর্শ।
মুকেশ বলেন, 'বোলিং করার সময় তিনি (বুমরাহ) নিজের পদ্ধতি এবং ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ করে কিভাবে ব্যাটারের অবস্থা বুঝার চেষ্টা করেন সেটা তিনি আমাকে জানিয়েছেন। বুমরাহ ভাই আমাকে স্লো ডেলিভারির সঠিক ব্যবহার সম্পর্কেও বলেছিলেন। এসময় তিনি বলেছিলেন আমাকে কেবল এর অনুশীলন চালিয়ে যেতে হবে। যতক্ষণ না আমি অনুভব করছি যে আপনি শিল্পটি নিখুঁত হয়েছেন।'
বর্তমানে মারকুটে ক্রিকেটের যুগে স্লো ডেলিভারিতে খুব একটা বিশ্বাস ছিল না মুকেশের। তবে বুমরাহের পরামর্শে এবার পরিবর্তন আনছেন সেই চিন্তার। ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে স্লো বলের পরিমাণ বাড়াতে চান ভারতীয় এই মিডিয়াম পেসার।
মুকেশ আরও বলেন। 'স্লোয়ারে আমার খুব একটা বিশ্বাস ছিল না। বিশেষ করে সীমিত ওভারে ক্রিকেটে। এখন অনেক পাওয়ার-হিটার (ব্যাটার) আছে। ফলে আপনি যদি স্লোয়ার বলটি সঠিকভাবে করতে ব্যর্থ হন তাহলে ব্যাটার সেটাকে উড়িয়ে মারবে। কিন্তু বুমরাহ ভাইয়ের পরামর্শে আমি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে স্লো বলের পরিমাণ বাড়ানোর চেষ্টা করব।'