promotional_ad

বিশ্বকাপে ২-৩ জন পাঁচশর বেশি রান করুক, চাওয়া সাকিবের

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা

২৫ মার্চ ২৫
ফাইল ছবি

ওয়ানডের সাম্প্রতিক পারফরম্যান্সে ২০২৩ বিশ্বকাপ নিয়ে আশায় বুক বাঁধছে বাংলাদেশ। সেমিফাইনাল খেলার স্বপ্নে বিভোর দেশটির সমর্থকরা। এমন স্বপ্ন পূরণে ব্যাটার ও বোলারদের বড় কিছু করে দেখানোর বিকল্প নেই। বিশ্বকাপে ভালো করতে তাই দুই থেকে তিনজন ব্যাটারের কাছ থেকে পাঁচশর বেশি রান চান সাকিব আল হাসান। সেই সঙ্গে অন্তত একজন বোলারের কাছে ১৬ থেকে ২০ উইকেট চান তিনি।


ওয়ানডে বিশ্বকাপে সাকিব ছাড়া আহামরী কোন পারফরম্যান্স নেই বাংলাদেশের ব্যাটারদের। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে বাজিমাত করেছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। পুরো টুর্নামেন্ট জুড়ে বোলারদের শাসন করেছিলেন তিনি। ৮ ইনিংসে ব্যাট করে ২ সেঞ্চুরি, ৫ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন সাকিব।


বাংলাদেশের অলরাউন্ডারের চেয়ে বেশি রান করেছিলেন কেবল রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার। সাকিবের মতো এবারের বিশ্বকাপেও বাংলাদেশের ব্যাটারদের ব্যাটে রান চান সমর্থকরা। সবার জন্য কঠিন হলেও সাকিব অন্তত দুই থেকে তিনজন ব্যাটারের কাছ থেকে পাঁচশর বেশি রান চাচ্ছেন।


promotional_ad

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক ভিডিওতে সাকিবের কাছে প্রশ্ন ছিল বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কে সবচেয়ে বেশি রান করবেন। জবাবে সাকিব বলেন, ‘সবচেয়ে বেশি রান আসলে কে করবে এটা আমার কাছে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। আমাদের দল কেমন করবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’


আরো পড়ুন

ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন

৬ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের তিন ফরম্যাটের এই অধিনায়ক আরও বলেন, ‘আশা করি সবাই সবাইকে ছাড়িয়ে যাবে এবং সবাই পাঁচশর বেশি রান করুক। যা আসলে খুবই কঠিন কিন্তু আশা করি দুজন কিংবা তিনজন যেন পাঁচশর বেশি রান করতে পারে তাহলে আমাদের দল অনেক ভালো করবে।’


সবশেষ কয়েক বছরে বদলে গেছে বাংলাদেশের পেস ইউনিট। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমানরা প্রায়শই ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখছেন। ভারত বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস হতে পারে পেস ইউনিট। গ্রুপ পর্বে অন্তত নয়টি ম্যাচ খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা।


সেমিফাইনাল বা ফাইনালে খেলার সুযোগ হলে বাংলাদেশকে ম্যাচ খেলতে হবে ১১টি। এমনটা হলে কোন একজন বোলারকে ১৬-২০ উইকেট পেতে দেখতে চান সাকিব। তিনি বলেন, ‘নয়টা ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল যদি হয় ১১ টা ম্যাচ। আমার কাছে মনে হয় যদি কেউ ১৬ থেকে ২০ উইকেটের ভেতরে রাখতে পারে।’


এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ সহ আয়োজক শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ৩১ আগষ্ট লঙ্কানদের বিপক্ষে খেলতে নামবে সাকিবের দল। বাংলাদেশের পরের খেলা আফগানিস্তানের সঙ্গে। সাকিব মনে করেন, ‍দুটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball