ভারতের ‘ক্লান্ত’ উইকেটে সুযোগ দেখছেন অ্যাগার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
উপমহাদেশের উইকেটগুলো বরাবরই স্পিনারদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও আছে এমন শঙ্কা। তবে ভারত বিশ্বকাপে স্পোর্টিং উইকেট প্রস্তুতের পরামর্শ দিয়েছে আইসিসি। যেখানে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান কিউরেটরের চাওয়া উইকেট হবে রানপ্রসবা। সেই সঙ্গে পেসাররা বাউন্স পাবে এবং সেটা ক্যারিও করবে।
যদিও টুর্নামেন্টের সময় যত বাড়তে উইকেট তত ক্লান্ত হতে থাকবে। উইকেট ক্লান্ত হয়ে পড়লে বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। এমনটা হলে অস্ট্রেলিয়ার একাদশে দুই স্পিনারকে দেখা যেতে পারে। সুযোগ মিলতে পারে অ্যাস্টন অ্যাগারের। সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে ফেরার দিনক্ষণ গুনলেও অ্যাগারের চোখ বিশ্বকাপে।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই স্পিনার বলেন, ‘বিশ্বকাপেই কেবল একদিনের ক্রিকেটের সেরাটা দেখা যায়। বিশেষ করে এটা যখন ভারতে হয়। আপনি জানেন না সেখানে আসলে উইকেট কী ধরনের আচরণ করবে। কিন্তু স্পিনার হিসেবে সুযোগ হচ্ছে আপনি খেলতে পারেন। এখানে একটা বড় সুযোগ আছে যে অনেকগুলো ম্যাচে আপনি দুজন স্পিনার খেলাবেন।’
‘বিশেষ করে উইকেট যখন ক্লান্ত হয়ে পড়বে। ভারত এমন একটা জায়গা যেখানে আমি খেলতে পছন্দ করি। সেখানে খেলার দারুণ অভিজ্ঞতা আছে আমার। অবশ্যই, টেস্ট সফরটা কঠিন ছিল। কিন্তু আপনি যদি আরও পেছন ফিরে তাকাই তাহলে ওয়ানডে খেলেছিলাম এবং সেখানে ভালো করেছিলাম। সত্যিই সেখানে আমি বোলিং করতে পছন্দ করি।’
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অনুশীলন করার সময় পেশির চোটে পড়েছিলেন অ্যাস্টন অ্যাগার। যে কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ মেলেনি তার। চোট থেকে সেরে উঠায় ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার স্বপ্ন দেখছেন বাঁহাতি এই স্পিনার। আগামী সপ্তাহের শেষ দিকে শুরু হওয়া সিরিজ খেলতে শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
অ্যাগার বলেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক ছিল। প্রি-সিজনে আমি বেশ ভালোভাবেই এগোচ্ছিলাম এবং আমার শরীরও ভালো ছিল। এখন পুরোপুটি ফিট আছি। দুর্ভাগ্যজনকভাবে পেশিতে চোট পেয়েছিলাম। কিন্তু পুনবার্সন প্রক্রিয়াটা ভালো ছিল। স্টাফদের মাঝে আমাদের (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) দুর্দান্ত ফিজিও আছে এবং তারা প্রতিদিন আমার সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে। ওয়াকাতে পুরোদমে আমি কয়েকটি সেশন করেছি। আমার মনে হয় আমি শতভাগ ইন্টেনসিটি নিয়ে খেলব।’