promotional_ad

বাংলাদেশের বিশ্বমানের পেসার আছে: শানাকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

এশিয়া কাপের গত আসরে বাংলাদেশকে নিয়ে দাসুন শানাকার মন্তব্য নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। যদিও আরেকটি এশিয়া কাপ শুরুর আগে শানাকা জানিয়েছেন সেবার খারাপ কিছু বলতে চাননি তিনি। এমনকি বাংলাদেশের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে তার।


বাংলাদেশের প্রশংসা করতে গিয়ে লঙ্কান অধিনায়ক শানাকা জানিয়েছেন, বাংলাদেশের বোলিং লাইনআপ বিশ্বমানের। দলে বেশ কয়েকজন বিশ্বমানের পেসার রয়েছে। তাই বাংলাদেশকে সমীহ করার বিকল্প দেখছেন না শ্রীলঙ্কার অধিনায়ক।


এ প্রসঙ্গে শানাকা বলেন, 'অবশ্যই বাংলাদেশে বিশ্বমানের পেসার আছে। আমরা এখানে যাই বলি না কেন তা নিয়ে অনেক কানাঘুষা হয়। গতবার আমি খারাপ কিছু বলতে চাইনি। কিন্তু আমার মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছিল। আমাদের অবশ্যই শ্রদ্ধা আছে তাদের প্রতি। আপনি কথাটাকে কীভাবে নিচ্ছেন সেটার ওপর সবকিছু নির্ভর করে।'


promotional_ad

গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানেই অন্যরকমের উত্তেজনা। অনেকে মনে করেন ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপকেও ছাড়িয়ে যায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। শানাকা অবশ্য এটাকে সমর্থকদের তৈরি বলেই মনে করেন।


আরো পড়ুন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিসানের ব্যাটে আবাহনীর জয়

৮ ঘন্টা আগে
আবাহনীর ক্রিকেটারদের একাংশ

এর কারণ ব্যাখ্যা করে শানাকা বলেন, 'দেখুন হয়তো মাঠের বাইরে সমর্থকদের মধ্যে রাইভালারি আছে। ক্রিকেটারদের মধ্যে ভালো সম্পর্কই রয়েছে। বাইরে কি হচ্ছে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের মধ্যে দারুণ ভ্রাতৃত্ববোধ রয়েছে।'


ইনজুরির কারণে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই। এশিয়া কাপে শ্রীলঙ্কা পাচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমান্থ চামিরার মতো ক্রিকেটারকে। শানাকা জানিয়েছেন, ইনজুরির বিষয়টি তাদের হাতে নেই। তবে যারা দলে আছেন তাদের নিয়েই লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে শানাকা বলেন, 'ইনজুরির বিষয়টি আমাদের হাতে নেই। আপনারা জানেন হাসারাঙ্গা-চামিরার মতো প্লেয়ারদের আমরা পাচ্ছি না। তারা বড় প্লেয়ার এবং অভিজ্ঞও। কিন্তু আমাদের একটি তরুণ দল আছে। আশা করছি তাদের দারুণ একটা অভিজ্ঞতা হবে এবং আমরা টুর্নামেন্টটির দিকে তাকিয়ে আছি।'


শেষবার আন্ডারডগ হিসেবে এশিয়া কাপ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা। এমনকি প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও হেরেছিল তারা। যদিও বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছিল তারা। এরপর দ্বিতীয় পর্বে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। এরপর ফাইনালে আবারও পাকিস্তানকে হারিয়ে শিরোপার স্বাদ পায় শ্রীলঙ্কা। 


তাই গত এশিয়া কাপকেই অনুপ্রেরণা মানছেন তিনি। শানাকা বলেন, 'শেষবারও আমরা আন্ডারডগ হয়ে টুর্নামেন্টে গিয়েছিলাম এবং প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিলাম। তবুও আমরা শেষ পর্যন্ত শিরোপা জিতেছিলাম। আমরা কোন অবস্থায় আছি এটা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং দলের ভারসাম্য নিয়েও কোনো চিন্তা নেই। আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা গত বছরও একই পরিস্থিতিতে ছিলাম বিশ্বকাপে। এভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয় এবং আমরা এর সঙ্গে অভ্যস্থ। এটা চিন্তার কারণ কিন্তু আমরা এটা মানিয়ে নেব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball