promotional_ad

বিশ্বকাপের আত্মবিশ্বাস এশিয়া কাপ থেকেই নিতে চান সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখনও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মিলিয়ে ৩ বার ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেননি টাইগাররা। তবে এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হওয়ার বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে সাকিব আল হাসানের দল। তাই তো সংবাদ সম্মেলনে অধিনায়ক জানিয়েছেন, এশিয়া কাপের অন্যতম ধারাবাহিক দল বাংলাদেশই। 


২০১২ এশিয়া কাপে সর্বপ্রথম ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার খুব কাছে গিয়েও শিরোপা জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের দলটি। এরপর ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে ভারতের কাছে ফাইনালে হেরেছিল বাংলাদেশ। আর ২০১৮ সালেও একই প্রতিপক্ষের কাছে স্বপ্নভঙ্গ হয় সাকিব-লিটনদের।


promotional_ad

৪ বছর পর আবার ফরম্যাট বদলে এশিয়া কাপ হয় ২০ ওভারে। কিন্তু গেল বার সাকিবের নেতৃত্বে গ্রুপ পর্ব থেকেই দেশে ফিরতে হয় বাংলাদেশকে। এক বছর পর আবার ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কা ও পাকিস্তানে বসেছে এশিয়া কাপের আরও একটি আসর।


সবশেষ ৫ আসরে ৩বার ফাইনাল খেলা বাংলাদেশকে নিয়ে এবারও বড় স্বপ্ন দেখছেন সাকিব। অধিনায়কত্ব পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে এই অলরাউন্ডারের নতুন যাত্রা। তাই ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের সুরে সাকিব বলেন, 'শেষ ৪-৫ টা এশিয়া কাপে ফাইনাল খেলছি, আমরা ধারাবাহিক।'


এশিয়া কাপ শেষ হওয়ার কয়েকদিন পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর শুরু হবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। সাকিবের নেতৃত্বে এবার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এই ক্রিকেটারের অধীনে ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপও খেলেছিল লাল-সবুজের দলটি।


১২ বছর পর বিশ্বমঞ্চে বাংলাদেশকে আবারও নেতৃত্ব দেয়ার আগে এশিয়া কাপকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন সাকিব। তাই তো এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের মিশন শুরু করার সঙ্গে এখান থেকেই আত্মবিশ্বাস নিতে চান এই অলরাউন্ডার। সাকিব বলেন, 'এ আসরে ভালো করলে বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস পাওয়া যাবে।'


বুধবার পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এশিয়া কাপের। এবারের আসরটি হাইব্রিড মডেলের হওয়ার আয়োজক দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কাতে। এরপর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। গ্রুপ পর্ব পার করতে পারলে শেষ চারের টিকিট পাবে বাংলাদেশ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball