promotional_ad

অলরাউন্ড ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারাতে চান সাকিব

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব

১৬ এপ্রিল ২৫
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব, ফাইল ফটো

একটা সময় বাংলাদেশকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখতেন স্পিনাররা, মাঝে সেটার দখল নিয়েছিলেন ব্যাটাররা। সেটা অবশ্য গত কয়েক বছরে বদলে গেছে। অন্যান্যদের মতো এখন ম্যাচ জেতাচ্ছেন পেসাররাও। সাকিব আল হাসান অবশ্য কোন এক বিভাগের উপর নির্ভর করে ম্যাচ জিততে চান না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগে ভালো খেলে শ্রীলঙ্কাকে হারাতে চান বাংলাদেশের অধিনায়ক।


শুরুর দিকটায় শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেত না বাংলাদেশ। তবে গেল কয়েক বছরে বদলে গেছে দৃশ্যপট। ২০১৮ নিদাহাস ট্রফি থেকেই যেন এই দুই দলের মাঠের ক্রিকেটে রোমাঞ্চ ছড়ানোর শুরু। মাঠে একটু ছেড়ে কথা বলেন না দুই দলের ক্রিকেটাররা। তাতে করে এশিয়া কাপের মিশনে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে নিয়ে আলাদা পরিকল্পনা আঁটবে বাংলাদেশ।


সাম্প্রতিক ওয়ানডে ফর্মে শ্রীলঙ্কার চেয়ে খানিকটা এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। যদিও সাকিব দুই দলের শক্তি ও দূর্বলতাকে একই কাতারে রাখছেন। এদিকে প্রথম ম্যাচে নিজেদের সব বিভাগের কাছে থেকেই সেরা পারফরম্যান্স চান সাকিব। নির্দিষ্ট কোন বিভাগের উপর নির্ভর করে থাকতে চান না বাংলাদেশের অধিনায়ক।


promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে এ প্রসঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আসলে আমি একটা বিভাগের উপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটি বিভাগেই ভালো খেলি সেটা পেস বোলিং আক্রমণ হতে পারে, স্পিনার, ব্যাটার, ফিল্ডার হতে পারে।’


আরো পড়ুন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিসানের ব্যাটে আবাহনীর জয়

৮ ঘন্টা আগে
আবাহনীর ক্রিকেটারদের একাংশ

‘এই চারটা জায়গাতে যদি আমরা ভালো খেলি তাহলে আমাদের ভালোভাবে জেতার সম্ভাবনা বেশি থাকবে। এবং আমরা ওটাই করার চেষ্টা করব, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। এমনটা না যে শুধু পেস বোলাররা আমাদের জিতিয়ে দেবে কিংবা শুধু ব্যাটাররা জিতিয়ে দেবে এটা না। আমরা চাই সবদিক থেকে ওদের চেয়ে ভালো খেলে জিতব।’


চোটের কারণে শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে নেই ওয়ানিন্দু হাসারাঙ্গা। পেস ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য হলেও চোটের কারণে নেই তিন পেসার দিলশান মাদুশঙ্কা, দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা। ফলে খানিকটা অনভিজ্ঞ বোলিং ইউনিট নিয়ে এশিয়া কাপ খেলতে নামবে শ্রীলঙ্কা। এদিকে চোটের কারণে বাংলাদেশের দলে নেই ইবাদত হোসেন।


তবুও তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমানদের নিয়ে গড়া বোলিং ইউনিট শ্রীলঙ্কার চেয়ে ঢের এগিয়ে। এসব খুব বেশি প্রভাব না দেখলেও অভিজ্ঞতার বিচারে বাংলাদেশকে এগিয়ে রাখবেন সাকিব। তবে লঙ্কান বোলিং ইউনিটকে ছোট করে দেখছেন না তিনি। সাকিব বলেন, ‘অভিজ্ঞতার দিক থেকে হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি যেটা বললাম শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কার যারা খেলছে ওরা মাত্র এলপিএল থেকে এসেছে।’


‘যারা পারফর্ম করেছে তারাই এসেছে দলে। আসলে কাউকেই ছোট করার কিছু নেই। ওরাও মুখিয়ে থাকবে ভালো পারফর্ম করার জন্য। আমাদের বোলারদের যেহেতু অভিজ্ঞতা আছে সেটা হয়ত আমরা কাজে লাগাতে পারব। তার মানে এই না কালকের ম্যাচে এটা খুব একটা প্রভাব পড়বে দলের ক্ষেত্রে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball