ইনজুরিতে ম্যাক্সওয়েল, টি-টোয়েন্টি দলে ওয়েড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাক্সওয়েলের জরিমানা, পেলেন ডিমেরিট পয়েন্ট
৯ এপ্রিল ২৫
সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। সিরিজটিকে সামনে রেখে ডারবানে অনুশীলনও শুরু করেছে অজিরা। প্রথম দিনের অনুশীলন শেষেই দুঃসংবাদ পেল দলটি। অনুশীলনে বাম পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই চোটে দেশে ফিরে যাচ্ছেন তিনি। তার জায়গায় ডাকা হয়েছে ম্যাথু ওয়েডকে।
অবশ্য গোড়ালিতে পাওয়া চোট খুব একটা গুরুতর নয় ম্যাক্সওয়েলের। যদিও বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। এদিকে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও ম্যাক্সওয়েলকে দেখা যাবে না দলের সঙ্গে। মূলত নিজের প্রথম সন্তানের জন্মের জন্য ৫০ ওভারের সিরিজ না খেলেই বাড়ি ফেরার কথা ছিল তার। এবার ফিরলেন আগেভাগেই।

সাউথ আফ্রিকা সফর শেষেই ভারত সফর করবে অস্ট্রেলিয়া। যেখানে তারা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে তিনটি ওয়ানডে সিরিজ খেলবে। ফলে ম্যাক্সওয়েলের চোট ছোটো হলেও এই ব্যাটারকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড।
গুজরাট টাইটান্সের সহকারী কোচ ম্যাথু ওয়েড
৯ মার্চ ২৫
ডোডেমাইড বলেন, 'আমরা একটু সতর্কতা অবলম্বন করছি, কারণ গ্লেন (ম্যাক্সওয়েল) যে কোনও ক্ষেত্রেই পরের সপ্তাহে বাড়ি ফিরছেন (সন্তান সম্ভাব্যের জন্য)। ফলে বিশ্বকাপের আগে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে ফিরে পেতে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখব।'
এদিকে ম্যাক্সওয়েলের বদলে দলে ডাক পেয়েছেন ওয়েড। সম্প্রতি তিনি লন্ডন স্পিরিট এর হয়ে হান্ড্রেড-এ খেলেছেন। যদিও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজের সম্ভাব্য আন্তর্জাতিক অবসরের ইঙ্গিত দিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। যদিও সে সিদ্ধান্তে এনেছেন পরিবর্তন।
অবশ্য অজি প্রধান নির্বাচক জর্জ বেইলির চিন্তায় ওয়েডকে বিস্বকাপের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলানোর। তিনি বলেন, 'আমরা আশাকরি যে, সে (ওয়েড) বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে ফিরবে।'