সুপার ওভারে নিউইয়র্ককে হারিয়ে ইউএস মাস্টার্স লিগের চ্যাম্পিয়ন টেক্সাস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইউএস মাস্টার্স টি-টেন লিগের ফাইনালে নিউইয়র্ক ওয়ারিয়র্সকে সুপার ওভারে হারিয়ে শিরোপা জিতল টেক্সার্স চার্জার্স। জনাথান কার্টারের অসাধারণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়েও শিরোপা জিততে পারেনি দলটি। শেষ পর্যন্ত সুপার ওভারে হারে তারা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত দশ ওভারে ছয় উইকেটে ৯২ রান তোলে নিউইয়র্ক। দলের হয়ে ১৭ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন কার্টার। ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কার মার।

এ ছাড়া ওপেনার তিলকারত্নে দিলশান করেন ১২ বলে ১৮ রান। ১৩ বলে ১৭ রান আসে রিচার্ড লেভির ব্যাটে। টেক্সাসের হয়ে ১১ রান খরচায় তিন উইকেট নেন এহসান আদিল। এ ছাড়া একটি করে উইকেট নেন ফিডেল এডওয়ার্ডস, ইমরান খান এবং থিসারা পেরেরা।
লক্ষ্য তাড়া করতে নেমে টেক্সাসও করে ৯২ রান। দলটির হয়ে ১৭ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৪৬ রান তোলেন মোহাম্মদ হাফিজ। অধিনায়ক বেন ডাঙ্ক ১২ বলে করেন ২০ রান।
মূলত নিউইয়র্কের বোলিংয়ের আক্রমণের সামনে টিকতে পারেনি টেক্সাস। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর ৫৯ রানে ডাঙ্ক এবং ৭৫ রানে হাফিজের উইকেট হারায় দলটি। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৯২ রানে অলআউট হয় তারা।
নিউইয়র্কের হয়ে ১৫ রান খরচায় পাঁচটি উইকেট নেন সোহেল খান। দুটি করে উইকেট নেন উমায়েদ সাইফ ও শহিফ আফ্রিদি।
সুপার ওভারে আগে ব্যাটিং করে ১৫ রান তোলে টেক্সাস। জবাবে নিউইয়র্ক তুলতে পারে কেবল ১৩ রান। ফাইনাল হেরেও ম্যাচ সেরা নির্বাচিত হন সোহেল। পুরো আসরে ২১০ রান করে এবং সাত উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হন হাফিজ।