টম কারানের অলরাউন্ড নৈপুণ্যে দ্যা হান্ড্রেডে চ্যাম্পিয়ন ওভাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টম কারানের অলরাউন্ড নৈপুণ্যে ম্যানচেষ্টার অরিজিলানসকে ১৪ রানে হারিয়ে দ্যা হান্ড্রেডের শিরোপা জিতল ওভাল ইনভিন্সিবলস। প্রথম ইনিংসে ৩৬ বল শেষে ওভালের রান পাঁচ উইকেটে ৩৪। এমন অবস্থায় নেমেও অসাধারণ এক ইনিংস খেলে দলকে সম্মানজনক পুঁজি এনে দেন কারান। শুরুর ধাক্কা সামলে শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পায় ওভাল। ১৪ রানে ম্যাচ জিতে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্যা হান্ড্রেড-এর তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হয় দলটি।
৩৪ রানে পাঁচ উইকেট হারানো ওভাল শেষ পর্যন্ত ১০০ বলে করে ১৬১ রান। ছয় নম্বরে নেমে দলটির কিউই রিক্রুট জিমি নিশাম অপরাজিত থাকেন ৩৩ বলে ৫৭ রান করে। ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কার মার।
এদিকে সাতে নেমে পাঁচটি ছক্কা ও চারটি চারে ৩৪ বলে অপরাজিত ৬৭ রান করেন ম্যাচসেরার পুরষ্কার নেয়া কারান। শাম ও কারানের জুটিতে ৬৫ বলে আসে ১২৭ রান! উইকেটে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রাসী ব্যাটিংই ছিল তাদের।

রান তাড়া করতে নেমে জস বাটলারের ম্যানচেস্টার আটকে যায় ১৪৭ রানে। ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলা কারান বোলিংয়ে ২০ বলে ২৫ রান দিয়ে নেন ফিল সল্টের গুরুত্বপূর্ণ উইকেটটি। ম্যানচেস্টারকে আগ্রাসী সূচনা এনে দেয়া সল্ট ফেরার আগে করেন ১৬ বলে ২৫ রান।
টুর্নামেন্টজুড়ে অসাধারণ ব্যাটিং করা বাটলার ফাইনালে করেন ১৫ বলে ১১ রান। এই আসরে ১০ ইনিংসে ১৪৫.৩৫ স্ট্রাইক রেটে ৩৯১ রান নিয়ে টুর্নামেন্ট শেষ করেন ম্যানচেষ্টারের অধিনায়ক। তার ধারেকাছেও নেই আসরের অন্য কোনো ব্যাটার।
ম্যানচেষ্টারের ইনিংস সর্বোচ্চ রান আসে ম্যাক্স হোল্ডেনের ব্যাটে। ২৫ বলে ৩৭ রান করে ফিরেন তিনি। তারপর ওয়েন ম্যাডসেন, লরি ইভান্স এবং পল ওয়াল্টার দ্রুত বিদায় নেন নিলে ম্যানচেস্টার লড়াই থেকেই ছিটকে পড়ে। এই তিনজনই ফেরেন এক অঙ্কের রান করে।
শেষ দিকে জেমি ওভারটন ১৯ বলে ২৮ ও টম হার্টলি ৮ বলে ১৬ রান করে ম্যাচে নাটকীয়তার ইঙ্গিত দিলেও তা দলটিকে জেতাতে পারেনি। এ নিয়ে হান্ড্রেড-এর তিন আসরে শিরোপা জিতল তিনটি দল। আগের দুবার চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ব্রেভ এবং ট্রেন্ট রকেটস। ম্যানচেস্টার ফাইনাল হারল টানা দুবার।