promotional_ad

শুনানি স্থগিত হওয়ায় এশিয়া কাপ খেলতে যাচ্ছেন লামিচানে

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২ বছরের জন্য নেপালের প্রধান কোচ স্টুয়ার্ট ল

২৯ মার্চ ২৫
নেপালের নতুন প্রধান কোচ স্টুয়ার্ট ল

ধর্ষণ মামলার হাজিরা থাকায় দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যেতে পারেননি সন্দীপ লামিচানে। হাজিরা স্থগিত হওয়ায় এবার এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছেন দেশটির তারকা এই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন লামিচানের আইনজীবী।


গত বছরের সেপ্টেম্বরে ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছিলেন লামিচানে। যে কারণে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন ডানহাতি এই লেগ স্পিনার।


promotional_ad

শুধু তাই নয় ধর্ষণের মামলায় কারাগারেও যেতে হয়েছিল লামিচানেকে। তবে জামিনে মুক্তি পেয়ে আবারও ক্রিকেটে ফেরেন তিনি। যদিও অনেকেট সেটা বেশ ভালোভাবে নেয়নি। নীরব প্রতিবাদে তার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা।


ক্রিকেটে ফিরে নেপালকে এশিয়া কাপে তুলতে বড় অবদান রেখেছিলেন লামিচানে। তবে শুরুতে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। রবিবার আদালতে হাজিরা দেয়ার কথা ছিল তরুণ এই লেগ স্পিনারের। তবে সেটি স্থগিত হওয়ায় দলের সঙ্গে যোগ দেয়ার সুযোগ পাচ্ছেন তিনি।


তাতে করে টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তান যাচ্ছেন নেপালের এই ক্রিকেটার। সংবাদ সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন লামিচানের আইনজীবী সারোজ ঘিমিরি। তিনি বলেন, ‘সন্দীপ এখন এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে।’


লামিচানেকে বলা হয়ে থাকে নেপালের বোলিং ইউনিটের সেরা অস্ত্র। তাকে পাওয়ায় শক্তি বাড়বে তাদের। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়েছে নেপাল। বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দেশটিকে। ৩০ আগষ্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপ শেষ হবে ১৭ সেপ্টেম্বর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball