বিশ্বকাপে শেবাগের বাজির ঘোড়া রোহিত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
দুদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আর মাস খানেক বাকি বিশ্বকাপের। এরই মধ্যে এই টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে। ভারত এবার বিশ্বকাপ খেলবে ঘরের মাঠে। এই বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্ন বুনছে স্বাগতিকরা। বিশ্বকাপে ভারতের বাজির ঘোড়া হতে পারেন বীরেন্দর শেবাগ।
সাবেক এই ভারতীয় ওপেনার মনে করেন ঘরের মাঠে এই বিশ্বকাপ অনেক রান করতে পারেন রোহিত। অনেকেই বিশ্বকাপে ব্যাট হাতে কে কে রাজত্ব করতে পারেন সেই হিসেবে বিরাট কোহলি, বাবর আজম, জো রুটদের নাম নিচ্ছেন। তাদের নাম উড়িয়ে দিয়েছেন এক সময়ের এই মারকুটে শেবাগ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হচ্ছে ওপেনারদের সামনে এবার রান করার দারুণ সুযোগ রয়েছে। এর অন্যতম কারণ ভারতের উইকেট। একজনকে বেছে নিতে বলা হলে রোহিতের নাম বলব। আরও একজন ওপেনিং ব্যাটারের নাম আসতে পারে। কিন্তু একজন ভারতীয় হিসাবে আমি রোহিতকেই বেছে নেব। তাই রোহিতই আমার বাজি।’
এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি
৬ এপ্রিল ২৫
২০১৯ বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোহিত ৯ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি নিয়ে ৬৪৮ রান করেছিলেন ভারতীয় ব্যাটার। এবারের বিশ্বকাপে রোহিতের পারফরম্যান্স আরও ভালো হবে বলে বিশ্বাস শেবাগের। এই ওপেনারের মাঝে আগের বিশ্বকাপের পারফরম্যান্সকে ছাড়িয়ে তাড়না থাকবে বলে মনে করেন শেবাগ।
তিনি বলেন, 'রোহিতকে বেছে নেওয়ার আরও একটা কারণ আছে। বিশ্বকাপ এলেই তার শক্তি বেড়ে যায়। উত্তেজনায় টগবগ করে। তার পারফরম্যান্স আরও ভাল হবে আমি নিশ্চিত। এ ছাড়া এবার রোহিত অধিনায়ক। ফলে পার্থক্য তৈরির চেষ্টা অবশ্যই করবে সে। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপে প্রচুর রান করবে রোহিত।’
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। যদিও ভারত নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ ধরা হচ্ছে ভারত-পাকিস্তান লড়াইকে। এই ম্যাচটি গড়াবে ১৪ অক্টোবর আহমেদাবাদে।