ওয়ার্নারের রেখে যাওয়া জায়গা নিতে চান ব্যানক্রফট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে বাদ পড়েছিলেন অস্ট্রেলিয়ার দল থেকে। এরপর দলে ফিরলেও থিতু হতে পারেন নি ক্যামেরন ব্যানক্রফট। শেফিল্ড শিল্ডে দরুন পারফর্ম করে এবার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার 'এ' দলে। সেই সুযোগ কাজে লাগিয়ে এবার জাতীয় দলে ফেরার অপেক্ষায় ডানহাতি এই ব্যাটার।
আগামী বছর ঘরের মাঠ এসসিজিতে টেস্ট খেলে সাদা পোশাককে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তার জায়গায় দলের হাল ধরতে অস্ট্রেলিয়ার পাইপলাইনে আছেন মার্কাস হ্যারিস, ম্যাট রেনশরা। যদিও ওয়ার্নারের স্থলাভিষিক্ত হিসেবে ব্যানক্রফটই এগিয়ে আছেন।

অজিদের হয়ে ২০১৬ সালে রঙিন পোশাকে অভিষেক হয় ব্যানক্রফটের। দলের হয়ে সেই টি-টোয়েন্টি ম্যাচটিই শেষ ম্যাচ ছিল তার। পরের বছর অবশ্য লাল বলের ক্রিকেটে ডাক পান ডানহাতি এই ব্যাটার। তবে ২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং এর কেলেঙ্কারিতে এই ব্যাটারের ক্যারিয়ারের বড় বাধা হয়ে দাঁড়ায়।
এরপর বেশ কিছু সুযোগ আসলেও তা কাজে লাগেতে ব্যর্থ হন ব্যানক্রফট। অবশ্য যে ওয়ার্নারের নির্দেশে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করেছিলেন তিনি, এবার সেই ওয়ার্নারের জায়গাতেই খেলার সুযোগ তার সামনে।
ব্যানক্রফট বলেন, 'আমার মনে হয় আমি আমার পুরো ক্যারিয়ারেই দলে সুযোগ পাওয়ার কাছাকাছি ছিলাম। সম্ভাব্য নির্বাচনের জন্য আমাকে যতবার বলা হয়েছে তা অনেক বেশি। সেই সময়গুলো এবং অভিজ্ঞতাগুলোকে নিজের সামনে তুলে ধরে লক্ষ্যস্থির করতে চাই নিজের ওপর এবং যে দলের হয়ে খেলব সেই দলের ওপর।'
নিষেধাজ্ঞা কাটিয়ে অবশ্য ২০১৯ সালেই দলে ফিরেছিলেন ব্যানক্রফট। এরপরও দলে থিতু হতে পারেন নি তিনি। তবে গত মৌসুমে শেফিল্ড শিল্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ব্যানক্রফট। যা তাকে অস্ট্রেলিয়ার 'এ' দলে খেলার সুযোগ করে দিয়েছে। এবার নিজের অতীত থেকে শিক্ষা নিয়ে থিতু হতে চান জাতীয় দলে।
ব্যানক্রফট আরও বলেন, 'আমি অতীত থেকে শিক্ষা নিতে চাই। আমি চেষ্টা করছি গত মৌসুমে আমার পদ্ধতিগুলো বিশ্লেষণ করে আরও সামঞ্জস্যপূর্ণ হতে। একজন ওপেনার হিসাবে আপনি সর্বদা ভালো বল পেতে চাইবেন। কিন্ত কখনও কখনও ভালো হয় না, যা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তবে মনে হচ্ছে গত মৌসুমে এটি আমার জন্য ভালো কাজ করেছে। আশা করি এটি এমন কিছু যা আমি ধরে রাখতে পারব।'