promotional_ad

শেষমুহূর্তে পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াডে পরিবর্তন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান

১২ এপ্রিল ২৫
পিএসএলের মাইক হাতে মোহাম্মদ রিজওয়ান, পিসিবি

এশিয়া কাপ শুর হতে আর মাত্র তিন দিন বাকি। এমন সময় টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান নিজেদের দলে পরিবর্তন আনল। তায়েব তাহিরের পরিবর্তে দলটিতে ডাকা হয়েছে আরেক মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে।


এমন সিদ্ধান্তে তাহিরের ওয়ানডে অভিষেকের সময়টা আরও বাড়লও। পাকিস্তানের জার্সি গায়ে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলা তাহিরের এখনও পর্যন্ত ওয়ানডে অভিষেক হয়নি। যদিও এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন দলের সঙ্গে। কিন্ত সবুজ ক্যাপ পরে মাঠে নামা হয়নি তার।


promotional_ad

এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে একমাত্র নতুন মুখ ছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। অবশ্য টুর্নামেন্টে এখনও দলের সঙ্গেই থাকবেন তিনি। ১৭ সদস্যের স্কোয়াডে নিজের জায়গা হারালেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গেই থাকছেন তাহির।


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

এদিকে তাহিরের পরিবর্তে দলে ডাক পাওয়া শাকিল এর আগে পাকিস্তানের হয়ে খেলেছেন ৬ ওয়ানডে। যদিও সেখানে তার পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ১৯ গড়ে করেছেন ৭৬ রান, যেখানে তার এক ইনিংসে সর্বোচ্চ রান আছে ৫৬। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটার ৮৪.০৮ গড়ে দুই হাজার ৪৮৯ রান করেছেন।


শাকিল আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচেও খেলেছিলেন। যেখানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। ম্যাচে পাকিস্তান ৫৯ রানে জয় পেলেও শাকিল ৬ বলে ৯ করে রান আউটে কাটা পরেন। তবে টেস্টে দারুণ ছন্দে রয়েছেন এই ব্যাটার। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরির দেখাও পান এই ক্রিকেটার।


আগামী ৩০ আগস্ট নেপালের বিপক্ষে নিজেদের এশিয়া কাপের মিশন শুরু করে পাকিস্তান। 'এ' গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে ২ সেপ্টেম্বর।


পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মো. ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল, তায়েব তাহির (ট্র্যাভেল রিজার্ভ)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball