এশিয়ান গেমসে ভারতের হেড কোচ লক্ষ্মণ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি
৬ এপ্রিল ২৫
বিশ্বকাপের ঠিক আগে এশিয়ান গেমস আয়োজিত হবে বলে এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি রোহিত শর্মা-বিরাট কোহলিদের। রিঙ্কু সিং, ইয়াশভি জায়সাওয়ালদের নিয়ে গড়া এই দলের নেতৃত্বভার পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। আর এই দলের হেড কোচের ভুমিকায় থাকবেন ভিভিএস লক্ষ্মণ।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অবশ্য এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। তবে ভারতের গণমাধ্যমে ছড়িয়ে গেছে এমনই এক সংবাদ। নিয়মিত হেড কোচ রাহুল দ্রাবিড় এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবেন বলে এশিয়ান গেমসে তার না থাকাটা আগে থেকেই অনুমেয় ছিল।
আর দ্রাবিড় না থাকাতে তারই এক সময়ের সতীর্থ লক্ষ্মণকে বেছে নিতে কোনও অসুবিধাই হয়নি বিসিসিআইয়ের। এর আগেও বিভিন্ন সময়ে দ্রাবিড়ের অনুপস্থিতিতে দলের হেড কোচের ভুমিকায় ছিলেন লক্ষ্মণ। বেশ কয়েক বছর ধরে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমীর প্রধান হিসেবে কর্মরত আছেন লক্ষ্মণ।

এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান গেমসে ক্রিকেট সংযুক্ত হচ্ছে। তবে এবারই প্রথমবার সেখানে যোগ দিচ্ছে ভারত। এই উপলক্ষে আরও আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। এশিয়ান গেমসে ভারতীয় দলে প্রথমবারের মতো ডাক পান প্রভসিমরান সিং।
১৫ জনের মূল স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। আরেকজন উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা। দুজনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন।
এই দলে জায়গা পেয়েছেন ইনফর্ম ওপেনার জায়সাওয়াল। রাহুল ত্রিপাঠীর অবশ্য এশিয়ান গেমসের দলে জায়গা করে নেয়া অনুমিতই ছিল। এরা ছাড়াও রবি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, আর্শদিপ সিং, শিবম মাভি ও শিবম দুবেকে এশিয়ান গেমসে মাঠে নামতে দেখা যাবে।
দলে জায়গা হয়নি ভেঙ্কটেশ আইয়ারের। তাকে অবশ্য স্ট্যান্ড-বাই ক্রিকেটারদের তালিকায় রেখেছেন ভারতের নির্বাচকরা। স্ট্যান্ড-বাই তালিকায় আরও আছেন ইয়াশ ঠাকুর, সাই কিশোর, দীপক হুডা ও সাই সুদর্শন।
এশিয়ান গেমসের জন্য ভারতের স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ইয়াশভি জায়সাওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদিপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরন সিং (উইকেটকিপার)।
স্ট্যান্ড-বাই: ইয়াশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন।