লিটনের অফ-ফর্ম নিয়ে একটুও চিন্তিত নন হাথুরুসিংহে

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের সামনে ২৩৬ রানের লক্ষ্য
১৫ মিনিট আগে
সাম্প্রতিক সময় ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিটন দাসের। বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো মেগা ইভেন্টের আগে অফ-ফর্মে বাংলাদেশের এই ওপেনার। যদিও তার অফ-ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন চান্ডিকা হাথুরুসিংহে।
সম্প্রতি কানাডা টি-টোয়েন্টি লিগ আর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে বেশীরভাগ ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন লিটন। কানাডায় সারে জাগুয়ার্সের হয়ে আটটি ম্যাচে ২১.৭১ গড় এবং ১০০.৬৬ স্ট্রাইক রেটে ১৫২ রান করেন তিনি।

আর গল টাইটান্সের হয়ে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে লিটন করেন যথাক্রমে ১, ৮ এবং ২৫ রান। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের আগে অবশ্য লিটনের টি-টোয়েন্টি পারফরম্যান্সে বিচলিত নন হাথুরুসিংহে।
বাংলাদেশের হেড কোচ বলেন, 'আমার কাছে মনে হয় না, এই মুহূর্তে তার ফর্ম নিয়ে দুশ্চিন্তা আছে। সে সম্প্রতি কানাডা ও শ্রীলঙ্কায় খেলে এসেছে। ওখানে সে কী স্কোর করেছে, সেটা নিয়ে খুব একটা ভাবতে চাই না। কারণ, এমনিতেও ওই টুর্নামেন্টগুলোয় খুব বেশি রান হয়নি। আর সামনে যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর রয়েছে, সেগুলোতে সে ছন্দে ফিরে আসবে, এমনটাই আমাদের প্রত্যাশা।'
ব্যাট হাতে ২০২২ সালটা স্বপ্নের মতো গেছে ওপেনার লিটন দাসের। গত বছরে তিন সংস্করণের ক্রিকেটেই দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশ দলের বর্তমান সহ-অধিনায়ক। গত বছর সবমিলিয়ে এক হাজার ৯২১ রান করেন এই ওপেনার।
হাথুরুসিংহে আরও বলেন, 'সে জানে সে আরও ভালো করতে পারে। আমরাও বিশ্বাস করি, সে এর চেয়ে ভালো করতে সক্ষম। সেটা সে দেখিয়েছে। অবশ্যই গত দুই বছর সে ফর্ম দেখিয়েছে, সে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। তাই আমরা তার কাছ থেকে এমন পারফরম্যান্সই আশা করি।'