ইবাদতের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি: হাথুরুসিংহে

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাম হাঁটুতে চোট পান ইবাদত হোসেন। এরপর শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি এই টাইগার পেসার। সেই সময় জানা গিয়েছিল এই পেসার দুই-তিন সপ্তাহের মধ্যেই সেরে উঠবেন।
যদিও মাস খানেক পরও চোট থেকে সেরে উঠতে পারেননি ইবাদত। উল্টো এশিয়া কাপ থেকেও ছিটকে গেছেন তিনি। তার বিকল্প হিসেবে তানজিম হাসান সাকিবকে দলে নেয়া হয়েছে। ইবাদতের চোটকে এশিয়া কাপের আগে বড় ধাক্কা হিসেবেই মানছেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগে দুজনই সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। হাথুরুসিংহে জানিয়েছেন ইবাদত বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য, তার মতো বিকল্প বাংলাদেশ দলের হাতে নেই বলেও স্বীকার করে নিয়েছেন এই টাইগার কোচ।
বাংলাদেশের সামনে ২৩৬ রানের লক্ষ্য
১৫ মিনিট আগে
তিনি বলেন, 'আপনারা জানেন ইবাদত আমাদের ইমেপক্টফুল বোলারদের একজন। আমাদের পাঁচজন ফাস্ট বোলারের মধ্যে যারা শেষ কয়েকটি সিরিজে খেলেছে তাদের মধ্যে সে দ্রুতগতির বোলারও। তাই এটা আমাদের জন্য বড় ক্ষতি এবং তার বিকল্প বের করা আমাদের জন্য কঠিন কাজ। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।'
ইবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন সাকিব। দলের গুরুত্বপূর্ণ এই পেসার না থাকলেও যে স্কোয়াড আছে তা নিয়ে লড়াই করতে পারবেন বলে আশাবাদী সাকিব। ইবাদত ছাড়াও বোলিং আক্রমণে আরও কয়েকজনের চোট সমস্যা রয়েছে। তবে এ নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক।
সাকিবের ভাষ্য, 'দুর্ভাগ্যজনকভাবে ইবাদত আমাদের সঙ্গে যেতে পারছে না। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। সে জায়গা থেকে এটা আমাদের জন্য একটা ধাক্কা। তারপরও সে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং যে ধরনের স্কোয়াড আছে আমরা আশাকরি অনেকদূর যেতে পারবো।'