promotional_ad

ইবাদতের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি: হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাম হাঁটুতে চোট পান ইবাদত হোসেন। এরপর শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি এই টাইগার পেসার। সেই সময় জানা গিয়েছিল এই পেসার দুই-তিন সপ্তাহের মধ্যেই সেরে উঠবেন।


যদিও মাস খানেক পরও চোট থেকে সেরে উঠতে পারেননি ইবাদত। উল্টো এশিয়া কাপ থেকেও ছিটকে গেছেন তিনি। তার বিকল্প হিসেবে তানজিম হাসান সাকিবকে দলে নেয়া হয়েছে। ইবাদতের চোটকে এশিয়া কাপের আগে বড় ধাক্কা হিসেবেই মানছেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান।


promotional_ad

এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগে দুজনই সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। হাথুরুসিংহে জানিয়েছেন ইবাদত বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য, তার মতো বিকল্প বাংলাদেশ দলের হাতে নেই বলেও স্বীকার করে নিয়েছেন এই টাইগার কোচ।


আরো পড়ুন

বাড়তি এক ম্যাচ খেলে আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

১ ঘন্টা আগে
সিরিজ জয়ের উল্লাসে আরব আমিরাত, ফাইল ফটো

তিনি বলেন, 'আপনারা জানেন ইবাদত আমাদের ইমেপক্টফুল বোলারদের একজন। আমাদের পাঁচজন ফাস্ট বোলারের মধ্যে যারা শেষ কয়েকটি সিরিজে খেলেছে তাদের মধ্যে সে দ্রুতগতির বোলারও। তাই এটা আমাদের জন্য বড় ক্ষতি এবং তার বিকল্প বের করা আমাদের জন্য কঠিন কাজ। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।'


ইবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন সাকিব। দলের গুরুত্বপূর্ণ এই পেসার না থাকলেও যে স্কোয়াড আছে তা নিয়ে লড়াই করতে পারবেন বলে আশাবাদী সাকিব। ইবাদত ছাড়াও বোলিং আক্রমণে আরও কয়েকজনের চোট সমস্যা রয়েছে। তবে এ নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক।


সাকিবের ভাষ্য, 'দুর্ভাগ্যজনকভাবে ইবাদত আমাদের সঙ্গে যেতে পারছে না। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। সে জায়গা থেকে এটা আমাদের জন্য একটা ধাক্কা। তারপরও সে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং যে ধরনের স্কোয়াড আছে আমরা আশাকরি অনেকদূর যেতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball