promotional_ad

‘অভিজ্ঞতার দাম আছে, নতুনদের কাজ সহজ হয়ে যায়’, তামিম প্রসঙ্গে সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা

২৫ মার্চ ২৫
ফাইল ছবি

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রীর চাওয়ায় একদিনের মধ্যেই অবসর ভেঙে ফিরে আসেন তিনি। অবশ্য ইনজুরির কারণে এশিয়া কাপে নেই তামিম। তবে চোট থেকে সেরে উঠতে পারলে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে খেলবেন তিনি। চোট না থাকলে খেলবেন বিশ্বকাপেও। তার মতো সিনিয়র একজন ক্রিকেটারের অভিজ্ঞতাকে মূল্যায়ন করছেন সাকিব আল হাসান। দলের তরুণ ক্রিকেটারদের সুবিধার জন্যে তামিমকে দরকার বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।


আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তামিম ইকবাল বলেছিলেন, শতভাগ ফিট না হলেও প্রথম ম্যাচে খেলবেন তিনি। সেই সময় অধিনায়কের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের। তামিমকে কিছু না বললেও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই কোচ। গণমাধ্যমের কল্যাণে এই খবর সবারই জানা।

এরপর তামিমের আকস্মিক অবসর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে আসা এবং অধিনায়কত্ব ছাড়ার ঘটনা বিশাল নাটকীয়তার জন্ম দিয়েছিল। যদিও ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে সকল আলোচনা থেকে দূরে সরে যান তামিম। আপাতত পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন তিনি। ফিরতে পারেন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেই।


promotional_ad

এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে তামিমের অবসর ভেঙে ফিরে আসা নিয়ে প্রশ্ন করলে সাকিব বলেন, 'যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে থেকে তারা কতটুকু কন্ট্রিবিউট করে, এটার ওপর নির্ভর করে অনেক কিছু। অবশ্যই অভিজ্ঞ ক্রিকেটারের দাম আছে।'


আরো পড়ুন

দেশে ফিরেই মিরপুরে তামিম

১২ এপ্রিল ২৫
ফাইল ছবি

'অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে এবং বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে জানা যায়... একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন নিজের অভিজ্ঞতা শেয়ার করে...তখন সেটা সবার জন্য সুবিধা হয়, বিশেষ করে নতুনদের জন্যে।'


তামিম সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ৫ জুলাই, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের প্রস্তুতির জন্য তামিমসহ মোট ৮ জনকে নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করেছে বিসিবি। একাডেমি মাঠে গত কয়েকদিন তামিমের সঙ্গে অনুশীলন করেন সৌম্য সরকার, সাইফ হাসান, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলামরাও।


এদের মধ্যে তিনজন এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকাতেও আছেন। এই ৮ ক্রিকেটারকে নিয়ে ২০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যাম্প। এদিকে আগামী ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে সাকিবের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball