২-৪ ম্যাচ খারাপ খেললেই তানজিদ খারাপ প্লেয়ার হয়ে যাবে না: সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে বেশ কয়েকদিন আগেই। দলে সবচেয়ে বড় চমক বলতে তানজিদ হাসান তামিম। এই বাঁহাতি ব্যাটারের সবচেয়ে বড় পরিচয় অনূধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপেও দারুণ পারফরম্যান্স করেছেন এই তরুণ ওপেনার।
এই পারফরম্যান্সের সুবাদেই এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন তিনি। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তানজিদকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন এশিয়া কাপে ২-৪ ম্যাচ খারাপ করলেই তানজিদ খারাপ খেলোয়াড় হয়ে যাবেন না।

তরুণ এই ব্যাটারকে নিয়ে সাকিব বলেন, 'আমি তাকে নিয়ে অনেক আশাবাদী। শুধু আমি না পুরো দলই ওকে নিয়ে আশাবাদী যে ও অনেক ভালো খেলবে। এমন না যা এই দুই ম্যাচ বা চার ম্যাচে ভালো না করে তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে এই চার ম্যাচে ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে।'
অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা
২৫ মার্চ ২৫
মাত্রই জাতীয় দলে জায়গা পেয়েছেন তানজিদ। সামনে তার জন্য অনেক সময় পড়ে আছে বলে মনে করেন সাকিব। সর্বশেষ বিপিএলেও ব্যাট হাতে পারফর্ম করেছিলেন তানজিদ। এরপর ঘরোয়া ক্রিকেটেও নিজের আলো ছড়িয়েছেন তিনি। সাকিব আশাবাদী এই পারফরম্যান্সের ধারা জাতীয় দলেও বজায় রাখতে পারবেন এই ব্যাটার।
সাকিব বলেন, 'সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।'
বাংলাদেশ জাতীয় দলে এখন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এক ঝাঁক তারকা। শরিফুল ইসলাম-তাওহীদ হৃদয়রা জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। তানজিম হাসান সাকিব, তানজিদরা মাত্রই জাতীয় দলে জায়গা পেয়েছেন। সাকিব মনে করেন জাতীয় দলের ড্রেসিং রুমেও তারা পরিবর্তন আনতে পারবেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, 'ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে। ওদের মধ্যে একটা ওয়ার্ল্ডকাপ উইনিং মেন্টালিটি আছে। আমার মনে হয় এটা আমাদের দলকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। ওদের মধ্যে এমন মেন্টালিটি আছে যে ওরা জিততে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি ওরা এই মেন্টালিটিটা নিয়েই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের পরিবেশটাও ওভাবেই গড়ে তুলবে।'