promotional_ad

অনুশীলন চলাকালীন মিরপুরের ফ্লাডলাইটে আগুন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুরের হোম অব ক্রিকেটে এশিয়া কাপকে ঘিরে ক্রিকেটারদের রুদ্ধদ্বার অনুশীলনে ঘটেছে দুর্ঘটনা। ম্যাচ আবহ তৈরি করে মুশফিকুর রহিম-নাইম শেখদের অনুশীলনকালে আগুন লাগে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ডান পাশের ফ্লাড লাইটে। সঙ্গে সঙ্গে শিষ্যদের নিয়ে মাঠ ছেড়ে যান চন্ডিকা হাথুরুসিংহে।   


এশিয়া কাপকে ঘিরে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন। রুদ্ধদ্বার অনুশীলন হওয়ায় ১৫মিনিটের বেশী মাঠে থাকার সুযোগ নেই গণমাধ্যমের। যদিও বৈরি আবহাওয়ায় প্রথমদিন অনুশীলন করা হয়নি ক্রিকেটারদের।



promotional_ad

দ্বিতীয় দিনের অনুশীলনেও ছিল বৃষ্টির বাধা। তবে বিকেল চারটা নাগাদ ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়। কিন্তু ব্যাটিং-বোলিং কোন কিছু করার আগেই বন্ধ হয়ে যায় অনুশীলন। অগ্নিকান্ডের বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন।


ক্রিকফ্রেঞ্জিকে বাতেন বলেন, 'শর্ট সার্কিটের কারণে ফ্লাড লাইটে আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ঠিক করার জন্য কাজ করছি। বৃষ্টির কারণে আপাতত ঠিক করা সম্ভব হচ্ছে না। ফ্লাড লাইট পাল্টাতে হবে না। বাকি লাইটগুলো জ্বলছে, এখন অনুশীলন করছে ক্রিকেটাররা।'


স্টেডিয়ামের মাঝমাঠে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। বোলাররাও প্রস্তুত। মেঘলা আবহাওয়ার কারণে অনুশীলনটা হচ্ছিল ফ্লাডলাইটের আলোয়। এমন সময়ই দুর্ঘটনাটি ঘটে। দৃশ্যটি দেখে চমকে ওঠেন ক্রিকেটাররা।



মুশফিকরা ক্রিজ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে আসেন। যদিও খানিক পরই আগুন এমনিতেই নিভে যায়। ক্রিকেটাররা সে দৃশ্য একসঙ্গে দাঁড়িয়ে দেখেন এরপর আবার অনুশীলন শুরু করেন। পরে স্টেডিয়ামে ফায়ার সার্ভিসকেও দেখা যায়। এই মুহূর্তে মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball