এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন তামিম

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেশে ফিরেই মিরপুরে তামিম
১২ এপ্রিল ২৫
লন্ডনে ডাক্তার দেখিয়ে সোমবার দেশে ফিরেছেন তামিম ইকবাল। এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপ খেলার জন্য ইনজেকশন নিলেও পুরোপুরি সুস্থ নন বাঁহাতি এই ওপেনার। ফিট না হয়ে ওঠায় এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিমের। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
লম্বা সময় ধরেই পিঠের পুরনো চোটে ভুগছিলেন তামিম। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর চিকিৎসা নিতে লন্ডনে পাঠানো হয় তাকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বাঁহাতি এই ওপেনার। ২৫ জুলাই লন্ডনে তার এমআরআই করানো হয়। এরপর ব্যথানাজক ইনজেকশন নিয়েছেন বেশ কয়েকটি।
ইনজেকশন নিয়ে এর আগেও ক্রিকেট খেলেছেন তামিম। এসব ইনজেকশন নিয়ে মূলত ২-৩ মাস অনায়াসে ক্রিকেট খেলা যায়। এদিকে ইনজেকশন নিয়ে সোমবার দেশে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আপাতত দুই সপ্তাহের বিশ্রামে রয়েছেন তিনি। এরপর শুরু হবে তার পুনবার্সন প্রক্রিয়া।

এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াবে এশিয়া ??াপের এবারের আসর। এত অল্প সময়ের মাঝে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যে কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না তার। তবে সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তামিমের আবারও মাঠে ফেরার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৩৪ মিনিট আগে
জালাল ইউনুস বলেন, ‘দেখা যাচ্ছে আমাদের এশিয়া কাপের সময় যখন চলে আসছে, ২১/২২ তারিখ পর্যন্ত তার ইনটেনসিটি বাড়াতে পারবে না। ইনটেনসিটিটা ২১ তারিখের পরে বাড়বে। আপনারা জানেন যে ২৬ তারিখে আমাদের দল চলে যাবে।’
‘সেজন্য দেখা যাচ্ছে তামিমের জন্য এশিয়া কাপে ফেরাটা সম্ভব হচ্ছে না, এই ইনজুরির কারণে। এর মধ্যে আমরা দেবাশীষ, বায়োজিদ, তামিম, সভাপতি কথা বলেছি, কথা বলে তারাও সাজেস্ট করেছে তাকে এশিয়া কাপে ফেরানোটা সম্ভব হবে না। সেজন্য সে এশিয়া কাপে নেই। এটা এখনই আমি আপনাদের জানিয়ে দিলাম।’
গত ২৮ জুলাই ইনজেকশন নেন তামিম। ১১ আগষ্ট পর্যন্ত চলবে তামিমের বিশ্রাম, যেখানে প্রথম সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। সেটা হচ্ছে ৪ আগষ্ট। তাতে ২ সপ্তাহের বিশ্রাম শেষ হবে ১১ আগষ্ট। এই সময়ের মাঝে অনুশীলনে ফিরতে পারবেন না তামিম। সব ঠিক থাকলে আগামী ২১ কিংবা ২২ তারিখের দিকে নেট অনুশীলনে ফিরতে পারেন বাঁহাতি এই ওপেনার।
তামিমের ফেরার প্রক্রিয়া নিয়ে জালাল ইউনুস বলেন, ‘ডাক্তাররা দেখার পর কয়েকটা অপশন ছিল, ইনজেকশন দেয়া একটা অপশন ছিল। প্রথমে তাকে একটা ইনজেকশন দেয়া হয় নার্ভটাকে ব্লক করার জন্য। নার্ভকে ব্লক করার পরে দুদিন তারা অপেক্ষা করেছে ইনজেকশনের প্রভাব কেমন হয় সেটা দেখার জন্য। তারপরও তার কিছু ব্যথা ছিল। এরপরে তাকে আরও একটা ইনজেকশন দেয়া হয় এবং এই ইনজেকশন দেয়ার পরে তারা বলে তোমাকে আরও দুদিন অপেক্ষা করতে হবে।’
‘সেখানে তার ব্যথা কিছুটা কমেছে। ২৮ জুলাই থেকে তাকে বলছে তোমার ২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। প্রথম সপ্তাহে পুরোপুরি বিশ্রাম, কালকে পর্যন্ত এক সপ্তাহ। আরেক সপ্তাহ হবে ১১ তারিখ। সেখানে তাকে ছোটখাটো রিহ্যাব করতে হবে। ইনটেন্স কোন অনুশীলন বা রিহ্যাব না। দুই সপ্তাহ এখানে চলে যাবে এরপর আস্তে আস্তে প্রগ্রেসটা বাড়াতে হবে। ইনটেনসিটিটা খেলার মতো না তাকে নিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। আরও দুই সপ্তাহ চলে যাবে তাকে নেটে ফিরতে।’