আইএল টি-টোয়েন্টিতে খেলবেন রিজওয়ানরা, বিপাকে পড়তে পারে বিপিএল

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ
১০ এপ্রিল ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে সব দলেই দেখা গেছে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য। তবে এবার দেখা যেতে পারে উল্টো চিত্র সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মাঝে চুক্তি হওয়ায় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে দেশটির ক্রিকেটারদের। যার ফলে গত আসরে খেলা হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ানদের নাও দেখা যেতে পারে বিপিএলে।
২০২৪ সালের ১৩ জানুয়ারি থেকে মাঠে গড়াতে পারে আইএল টি-টোয়েন্টির এবারের আসর। টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুমের পর্দা নামতে পারে ১২ ফেব্রুয়ারি। এদিকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যে কারণে সূচিতে পরিবর্তন করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ জানায় পিসিবি।

পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে তাদের এমন অনুরোধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত। তাতে জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে টুর্নামেন্টটি। যদিও এটি মানতে পাকিস্তানের খেলোয়াড়দের অনাপত্তি পত্র নিশ্চিত করেছে তারা। পিসিবি বাবর আজমদের ছাড়বেন এমন শর্তেই রাজি হয়েছে তারা।
পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস
১০ ফেব্রুয়ারি ২৫
আইএল টি-টোয়েন্টি আসরে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার খবর নিশ্চিত করেছেন টুর্নামেন্টের প্রধান অপারেটিং অফিসার সুবহান আহমেদ। তিনি বলেন, ‘আইএলটি-টোয়েন্টির জন্য এটা বড় খবর যে পিসিবি তাদের খেলোয়াড়দের এনওসি (অনাপত্তি সার্টিফিকেট) প্রদান করবে। আমরা দ্বিতীয় মৌসুমে শীর্ষ মানের পাকিস্তানি খেলোয়াড়দের দেখাতে আশাবাদী। যা প্রতিযোগিতাকে আরও মানসম্মত করবে এবং আমরা এটির জন্য অপেক্ষা করছি।’
বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন মোহাম্মদ নওয়াজ, শোয়েব মালিক এবং পেসার হারিস রউফ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দেখা গেছে রিজওয়ান, খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ এবং হাসান আলীর মতো ক্রিকেটারদের।
সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দেখা গেছে মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ ইরফানকে। ফরচুন বরিশালে খেলে গেছেন হায়দার আলী, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। খুলনা টাইগার্সের হয়ে বিপিএল মাতিয়েছেন ওয়াহাব রিয়াজ, আজম খান ও আমাদ বাট।
ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলতে দেখা গেছে সালমান ইরশাদ, মোহাম্মদ ইমরান আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন সায়েম আইয়ুব। তবে আইএল টি-টোয়েন্টির ঝনঝনানিতে এবার নাও পাওয়া যেতে পারে পাকিস্তানের তারকাদের। মূলত সূচির সাংঘার্ষিকতার কারণ বিপাকে পড়তে হবে বিপিএলকে। যদিও এবারের বিপিএলে বরিশালের হয়ে খেলতে আসবেন ফখর জামান।