promotional_ad

‘বুমরাহ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো হারবে ভারত’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বুমরাহর ফেরার খবর জানিয়ে মুম্বাই বলল, 'লায়ন ইজ ব্যাক'

৬ এপ্রিল ২৫
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে জসপ্রিত বুমরাহ

চোটের কারণে সবশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি জসপ্রিত বুমরাহ। ডানহাতি এই পেসারের না থাকা দুই টুর্নামেন্টের একটিতেও ফাইনাল খেলতে পারেনি ভারত।মোহাম্মদ কাইফ মনে করেন বুমরাহ যদি এবারের বিশ্বকাপে না খেলে তাহলে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো করে হারবে তারা।


সবশেষ সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে খেলেছিলেন বুমরাহ। পিঠের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হয় ২৯ বছর বয়সি এই পেসারকে। যে কারণে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ মিস করেছেন বুমরাহ।


কয়েক মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অভিজ্ঞ এই পেসার। বুমরাহর বিশ্বকাপ খেলা নির্ভর করে আয়ারল্যান্ড সিরিজ, এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সিরিজে ফিটনেসের উপর।


promotional_ad

সবকিছু ঠিক মতো চললে অনিশ্চিতভাবেই ভারতের পেস আক্রমণকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বুমরাহ। তবে দুর্ভাগ্যক্রমে যদি বুমরাহকে বিশ্বকাপে না পাওয়া যায় তাহলে বিপাকে পড়তে হবে ভারতকে। সংবাদসংস্থা পিটিআইয়ের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন কাইফ।


এ প্রসঙ্গে ভারতের সাবেক এই ব্যাটার বলেন, ‘যে খেলোয়াড়েরা ইনজুরিতে আছে তাদের ফেরার উপর ভারতের বিশ্বকাপ জেতার সুযোগ নির্ভর করবে। লম্বা ইনজুরির পর বুমরাহ ফিরছেন। সে কতটা ফিট আমরা সেটার একটা ধারণা পাবো।’


‘ঘরের মাঠে বিশ্বকাপে ভালো করতে হলে ভারতের আসলে পুরোপুরি ফিট বুমরাহকে প্রয়োজন। বোলিং বিভাগে আপনার দুটি দল নেই। বুমরাহ যদি না খেলে তাহলে আমরা হারব, যেমনটা আমরা এশিয়া কাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছিলাম। আমাদের আসলে তার বিকল্প নেই।’


চোটের কারণে লম্বা সময় ধরে দলে নেই লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পান্ত। চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় এশিয়া কাপে পাওয়া যাবে না রাহুল ও আইয়ারকে। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতে পারেন তারা দুজন। তবে পান্ত কবে ফিরবেন সেটার নিশ্চয়তা নেই।


তাদের ছাড়া ভারতকে শক্তিশালী দল মনে করছেন না কাইফ। ৪২ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এই মুহূর্তে কাগজে-কলমে ভারতকে দেখে শক্তিশালী দল মনে হচ্ছে না। কারণ লোকেশ রাহুল, পান্ত, আইয়ার এবং সবচেয়ে বড় ফ্যাক্টর বুমরাহর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball