ক্রিকেটারদের অবস্থা বুঝতেই ইয়ো ইয়ো টেস্ট, শঙ্কা নেই বাদ পড়ার
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২৫ বছরেও টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠায় শান্তর আক্ষেপ, নতুন কিছু দেখানোর প্রতিশ্রুতি
১৯ এপ্রিল ২৫
এশিয়া কাপের আগে কদিন পর মিরপুরে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। এর আগে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা বুঝে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ইয়ো ইয়ো টেস্টের মার্ক দল থেকে বাদ পড়া কিংবা দলে সুযোগ পাওয়ায় কোন প্রভাব রাখবে না বলে জানান ট্রেইনার নিক লি।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে মিরপুর শের-ই-বাংলার ইনডোরে ২০-২১ জন ক্রিকেটার ইয়ো ইয়ো টেস্টে অংশগ্রহণ করেছেন। যেখানে পরীক্ষার মানদণ্ড ধরা হয়েছিল ১৮.৬। যতদূর জানা গেছে সবচেয়ে বেশি ১৯.৫ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

দুইয়ে থাকা তরুণ পেসার তানজিম হাসান সাকিব তুলেছেন ১৯.৩। বাকিরাও খুব বেশি খারাপ করেননি বল??? জানা গেছে। ফিটনেস টেস্টের ফলাফল দেখে আগামী ৬-৮ সপ্তাহ কিভাবে অনুশীলন সাজানো হবে সেটারই পরিকল্পনা করবেন বলে জানান লি।
টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন
৮ এপ্রিল ২৫
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লি বলেন, ‘এই পরীক্ষা দলে সুযোগ পাওয়া বা বাদ পড়ার কোনো অংশ নয়। এটি স্রেফ আমার, ফিজিও, মেডিকেল টিম, নির্বাচক, প্রধান কোচের বোঝার জন্য যে ক্রিকেটাররা কোন অবস্থায় আছে এবং আগামী দুই মাসের মধ্যে তাদের নিয়ে কেমন কাজ করতে হবে।’
‘কারও হয়তো অনেক ভালো স্কিল থাকতে পারে, তবে ফিটনেসের দিক থেকে কিছু ঘাটতি থাকতে পারে। এক্ষেত্রে তারা স্কিল ট্রেনিং কিছুটা কমিয়ে ফিটনেসের দিকে মনোযোগ দিতে পারে। যারা ফিজিক্যালি অনেক ফিট, তারা বেশি স্কিল ওয়ার্ক করতে পারে। তো এটি মূলত আমাদের তথ্য দেবে যে, আমরা আগামী ৬-৮ সপ্তাহের অনুশীলন কীভাবে সাজাব।’
এদিন ইয়ো ইয়ো টেস্ট দেননি মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। কদিন আগেই জিম-আফ্রো টি টেন লিগ মাতিয়ে দেশে ফিরেছেন তারা দুজন। আরও দুদিন বিশ্রাম নিয়ে পরীক্ষা দেবেন বলে নিশ্চিত করেছেন লি। এদিকে শ্রীলঙ্কায় এলপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসান, শরিফুল ইসলাম এবং তাওহীদ হৃদয় এশিয়া কাপের আগে ইয়ো ইয়ো টেস্ট দেবেন। কানাডায় খেলতে যাওয়া লিটন দাসও পরে ইয়ো ইয়ো টেস্ট করাবেন।
লি বলেন, ‘যারা বিদেশি লিগ খেলে এসেছে... তাসকিন ও মুশফিক, তারা বিশ্রাম নিয়ে ২ দিন পরে (ইয়ো ইয়ো টেস্ট) করবে। যাতে ভ্রমণক্লান্তি ও ম্যাচের ধকল কাটিয়ে উঠতে পারে। আমরা সাপ্তাহিক ছুটির দিনে করার পরিকল্পনা করছি। কানাডায় আছে লিটন, সে ফেরার পর কিছু দিন বিশ্রাম নিয়ে আলাদাভাবে দেবে এই টেস্ট। শ্রীলঙ্কায় থাকা সাকিব, শরিফুল ও হৃদয়ের ক্ষেত্রে আমরা এশিয়া কাপে যাওয়ার আগে দেখব।’