promotional_ad

এশিয়া কাপে অনিশ্চিত রাহুল-আইয়ার

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘এটা আমার মাঠ, যে কারো থেকে বেশি চিনি’

১১ এপ্রিল ২৫
দিল্লির জার্সিতে লোকেশ রাহুল, আইপিএল

পিঠের চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। খেলা হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় এশিয়া কাপেও অনিশ্চিত ডানহাতি এই ব্যাটার। আইয়ারের মতো এশিয়া কাপে অনিশ্চিত লোকেশ রাহুলও। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।


গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার পর থেকেই পিঠের চোটে ভুগছিলেন আইয়ার। ছয়টি ইনজেকশন নেয়ার পরও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে পারেননি তিনি। খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও।


promotional_ad

পরের দুই ম্যাচে খেললেও আবারও পুরনো চোটে ছিটকে যেতে হয় ডানহাতি এই ব্যাটারকে। আইপিএলের প্রথম অংশে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি। আইপিএল থেকে ছিটকে যাওয়ায় অস্ত্রোপচার করান আইয়ার। যে কারণে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।


আরো পড়ুন

চাহালের টার্ন দেখেই জয়ের আশা বেড়েছিল পাঞ্জাবের

১৬ এপ্রিল ২৫
২৮ রানে ৪ উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের জয়ের নায়ক যুবেন্দ্র চাহাল, বিসিসিআই

অস্ত্রোপচারের পর পুনবার্সন প্রক্রিয়া শুরু করলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরতে পারেন আইয়ার। একই চিত্র রাহুলের ক্ষেত্রেও। আইপিএল খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফিল্ডিংয়ের পর চার বাঁচাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। যদিও দলের প্রয়োজনে সেদিন বাধ্য হয়েই ১১ নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন রাহুল। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে।


আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর ইংল্যান্ডে চিকিৎসা নিয়েছেন রাহুল। আইয়ারের মতো বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হয় তার পুনর্বাসন। তবে তিনিও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। যে কারণে এশিয়া কাপে তাকে পাওয়া খানিকটা অনিশ্চিত। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আইয়ার ও রাহুল নিশ্চিতভাবেই ভারতের বিশ্বকাপ দলে থাকবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball